হলধর দাস: নরসিংদীতে ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তলসহ দুই ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে নরসিংদী পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান, পুলিশ সুপার মো. আবদুল হান্নান।
গ্রেফতারকৃত ডাকাতরা হলোঃ--নরসিংদী সদর থানার সাটিরপাড়া বকুলতলা এলাকার বাদল মিয়ার ছেলে সনেট (৩৫) ও একই উপজেলার চৌয়ালা এলাকার বাসেদ মিয়ার ছেলে রুবেল (২৩)।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. আবদুল হান্নান বলেন, গত সোমবার (২৮ অক্টোবর) রাত ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, সদর উপজেলার ব্রাহ্মণপাড়া এলাকার পাথরঘাট বালুর মাঠে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন খবর পেয়ে নরসিংদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আ. গাফফার, মোজাম্মেল হক, পিএসআই মো. জুয়েল রানাসহ পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এসময় ঘটনাস্থল থেকে সনেট ও রুবেলকে হাতে নাতে গ্রেফতার করা হয় ।
পরে গ্রেফতারকৃত সনেটের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ধৃত অপর ডাকাত রুবেলের কাছ থেকে একটি লোহার তৈরি চাপাতি উদ্ধার করা হয়। এছাড়া, ঘটনাস্থল হতে আসামিদের ফেলে যাওয়া একটি ছোরা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, ডাকাতি করার উদ্দেশ্যে তারা সেখানে সমবেত হয়েছিলো । এসময় তারা তাদের সহযোগী পলাতক আরো ১৩ সদস্যের নাম প্রকাশ করে।
আসামি সনেট এর বিরুদ্ধে ডাকাতি, দস্যুতা, খুন, অস্ত্র, চাঁদাবাজি, ও মাদক মামলাসহ মোট ২০টি মামলা রয়েছে।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আরো জানান যে, তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।