• নরসিংদী
  • রবিবার, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ; ২২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  রবিবার, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ;   ২২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

রায়পুরায় গোয়েন্দা পুলিশের হাতে ৬ ডাকাত আটক


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: সোমবার, ১৬ মে, ২০২২ খ্রিস্টাব্দ, ১০:১০ পিএম
রায়পুরায় গোয়েন্দা পুলিশের হাতে ৬ ডাকাত আটক
গ্রেফতারকৃত ৬ ডাকাত

স্টাফ রিপোর্টার: নরসিংদীর রায়পুরায় ডাকাতির প্রস্তুতিকালে ৬ডাকাতকে  গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। রায়পুরা থানার হোগলাকান্দির একটি গোরস্থানের পাশ থেকে রোববার রাতে তাদেরকে গ্রেফতার করা হয়। তারা আন্তঃ জেলা ডাকাত দলের সদস্য বলে পুলিশ জানায়। 

এসময় তাদের নিকট হতে ১টি বন্দুক, ২টি চাপাতি, ১টি চাইনিজ কুড়াল, ১ টি কাটার ও চাকু উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃরা  হলেন, রায়পুরা থানার চরসুবুদ্ধি পশ্চিম পাড়া এলাকার আব্দুল গফুরের ছেলে জাহাঙ্গীর আলম (৪০), সাহেরচড় মধ্যপাড়া এলাকার কফিল উদ্দিনের ছেলে রিপন মিয়া (৩৬), সাপমারা এলাকার সাদেক মিয়ার ছেলে কালাম (৩৪), হাসিমপুর এলাকার আব্দুর রহমানের ছেলে আল- আমিন (৩২), সাহের চর মধ্যপাড়া এলাকার কফিল উদ্দিনের ছেলে রব মিয়া (৩২) ও পলাশ থানার নরসিংহারচর এলাকার আবু কাশেমের ছেলে ছফর আলী (২৭)।

জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার বিষয়টি নিশ্চিত করে বলেন, 'গোপন সংবাদের ভিত্তিতে রায়পুরার হোগলাকান্দিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ তাদের গ্রেফতার  করা হয়েছে। ওই সময় সেখানে তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এরা সবাই আন্তঃজেলা ডাকাতদলের সদস্য।' তাদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।

এ ব্যাপারে রায়পুরা থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদেরকে আদালতে প্রেরণের পর  ৫দিনের রিমান্ডের আবেদনও করা হয়েছে। 

 

আইন ও আদালত বিভাগের জনপ্রিয় সংবাদ