হলধর দাস:নরসিংদী জেলা প্রশাসন ও সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে ৬ শত অসহায় ও দুস্থ পরিবারের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (০৯ এপ্রিল, ২০২৪) সকালে নরসিংদী
মুছলেহউদ্দিন ভূঞা স্টেডিয়াম মাঠে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রান্তিক এসব পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক ড. বদিউল আলম ।
বিতরণকৃত সামগ্রীর মধ্যে প্রতিটি প্যাকেটে ছিলো চাল,ডাল, চিনি, সয়াবিন তেল, সেমাই ও নুডুলস।
উপহার সামগ্রী বিতরণকালে অন্যান্যের মধ্যে
উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলার নির্বাহী অফিসার আসমা সুলতানা নাসরিন, জেলা আওয়ামী লীগের সভাপতি জি এম তালেব হোসেন, নরসিংদী পৌরসভার মেয়র আলহাজ্ব আমজাদ হোসেন বাচ্চু এবং সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ।
উল্লেখ্য, চলতি মাসের শুরু থেকেই জেলার বিভিন্ন উপজেলায় ধারাবাহিকভাবেই উপহার বিতরণের এই কর্মসূচি চলমান ছিল । মঙ্গলবার বিতরণের মাধ্যমে এই উদ্যোগের সমাপ্তি ঘটলো।
পবিত্র ঈদ-উল-ফিতরের মাসে এ ধরণের আরো কিছু উদ্যোগ জেলা প্রশাসন গ্রহণ করে, যার মধ্যে ছিল 'রোজার সাশ্রয়ী বাজার' যা স্থানীয় বাজারে গণমানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলতে সক্ষম হয়।
এ বিষয়ে জেলা প্রশাসক ড. বদিউল আলমের সাথে এই প্রতিনিধি যোগাযোগ করলে তিনি বলেন, স্থানীয় জনগণকে খানিক স্বস্থি দিতে এই উদ্যোগ অব্যাহত থাকবে এবং ঈদের প্রকৃত মাহাত্ম্য আনন্দ ভাগাভাগি করে নেয়ার মাঝেই আমরা শুধু মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসরণ করছি।