রায়পুরা প্রতিনিধি: নরসিংদীর রায়পুরায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে ইমন মিয়া (১৭) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (১৭ জুলাই) সন্ধ্যায় উপজেলার রাধানগর ইউনিয়নের পীর ফতেহ আলী মাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ইমন মিয়া ওই ইউনিয়নের সাহেরচর গ্রামের আরিফ মিয়ার ছেলে এবং সাহেরচর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র ছিলো।
নিখোঁজ হওয়ার দুই ঘন্টা পর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস এর বিপরী দল
স্থানীয়দের সূত্রে জানা যায়, সোমবার (১৭ জুলাই) দুপুর ২ টায় ইমন তার বন্ধুদের সাথে রাধানগরে পীর ফতেহ আলী মাজারের উত্তর পাশে হবি মিয়ার পুকুরে গোছল করতে যায়। পুকুরে নামার কিছু সময় পর গোসল সেরে সবাই উঠে গেলেও, সাঁতার না জানায় ইমন পানিতে নিখোঁজ হয়। পরে এলাকার লোকজন স্থানীয় ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দিলে সন্ধ্যা সাড়ে ৬ টায় ইমনের মরদেহ উদ্ধার করে তারা।
ইউপি সদস্য তাজুল ইসলাম'র সাথে যোগাযোগ করলে তিনি জানান, দুপুরে ৩-৪ জন ছেলে পুকুরে গোছল করতে নামা কিছু সময়ের মধ্যে সেরে ইমন নিখোঁজ রয়েছে। পরে তারা মাছ ধরার জাল দিয়ে খোঁজাখুজি করেও না পেয়ে ডুবুরিদের ফোন দেয়। পরে ডুবুরি দল এসে সন্ধ্যায় মরদেহ উদ্ধার করে। রাত ১১ টায় নিহতের ইমনের জানাজা শেষে দাফন করা হবে বলে জানিয়েছেন তিনি।
এব্যাপারে রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) মীর মাহবুব চৌধূরী বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ইমন পুকুরে গোছল করতে গিয়ে নিহত হয়। এ ঘটনিয় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়না তদন্তে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।