• নরসিংদী
  • রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ; ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ;   ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদী ভোক্তা অধিকার সংরক্ষণ'র অ‌ভিযান, ডাবের মূল্য বেশি রাখায় জরিমানা


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: মঙ্গলবার, ২৯ আগষ্ট, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৮:৩১ পিএম
নরসিংদী ভোক্তা অধিকার সংরক্ষণ'র অ‌ভিযান, ডাবের মূল্য বেশি রাখায় জরিমানা

স্টাফ রিপোর্টার: মঙ্গলবার (২৯ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের ক্ষমতাবলে,নরসিংদী  জেলা প্রশাসকের  নির্দেশনায় ভোক্তা অধিকার, নরসিংদী জেলা কার্যালয় হতে ডাবের মূল্য বৃদ্ধির প্রেক্ষিতে জেলা হাসপাতাল, সদর উপজেলার সামনে, সদর হাসপাতালের সামনে ও বড়বাজারে তদারকিমূলক অভিযান পরিচালিত হয়। 

তদারকিকালে ক্রয়-বিক্রয় রশিদ না থাকা এবং অত্যধিক মূল্যে ডাব বিক্র‍য় করায় মেসার্স সুইটি স্টোরকে ৪০ ধারা দুই হাজার, মেসার্স ফ্যামেলি ডিপাটমেন্টার স্টোরকে ৪০ ধারা ৫০০, মেসার্স রাব্বানী ডাব বিতানকে ৪০ ধারা ১,০০০, মেসার্স সততা নারকেল আড়তকে ৪০ ধারা ২,০০০ জরিমানা করা হয়েছে। 

তদারকি অভিযানে মোট ৪ টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইনের ৪০ ধারায় মোট ৫,৫০০ টাকা জরিমানা করা হয়। 

পাইকারি ও খুচরো পর্যায়ে ডাব বিক্রেতাদের রশিদ সংরক্ষণ, মূল্য লিখে প্রদর্শন,  বড় ডাব ১২০-১৩০, মাঝারি ডাব ১০০-১১০ এবং ছোট ডাব ৯০-৯৫ টাকায় বিক্রয়ের নির্দেশনা দেয়া হয়েছে। 

অভিযানে নরসিংদী  জেলা পুলিশ এর একটি চৌকস টিম নিরাপত্তা ও সহ‌যো‌গিতা প্রদান ক‌রে।

জনস্বা‌র্থে এ কার্যক্রম অব্যাহত থাক‌বে।
 

অর্থনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ