• নরসিংদী
  • রবিবার, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ; ২২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  রবিবার, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ;   ২২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

রুহুল আমিন হাওলাদারকে আদালতে আত্মসমর্পণের নির্দেশ


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: সোমবার, ০৭ মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ, ১১:৫৩ পিএম
রুহুল আমিন হাওলাদারকে আদালতে আত্মসমর্পণের নির্দেশ
হাইকোর্ট ভবন

বাসস: দূর্নীতি সংক্রাšত একটি মামলায় জাতীয় পার্টির (জাপা) নেতা এবিএম রুহুল আমিন হাওলাদারকে চার সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মো. মো¯তাফিজুর রহমান সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এই আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খুরশীদ আলম খান বাসস'কে এ কথা জানিয়ে বলেন, গত বছরের ৬ ডিসেম্বর দুর্নীতির এক মামলায় রুহুল আমিন হাওলাদারকে খালাস দেন বিচারিক আদালত। ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে দুদক। এই আপিল গ্রহণ করে  বিচারিক আদালতের নথি তলব করেছেন আদালত।

রুহুল আমিন হাওলাদারকে চার সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের আদেশ দেয়া হয়েছে। তিনি যদি আত্মসমর্পণ করেন, তাহলে তাকে জামিন দিতে বলেছেন আদালত। হাইকোর্টে নথি আসার ছয় মাসের মধ্যে মামলাটি নিস্পত্তি করতে বলা হয়েছে। আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী থাকাকালে রাষ্ট্রীয় তহবিলের ৪০ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগে ১৯৮৯ সালে তৎকালীন দুর্নীতি ব্যুরো রাজধানীর রমনা থানায় মামলাটি দায়ের করে।

আইন ও আদালত বিভাগের জনপ্রিয় সংবাদ