নিজস্ব প্রতিনিধি: নরসিংদীর শিবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপে সরকারি অনুদান বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৭০ টি পুজা মণ্ডপে অনুদান বিতরণ উপলক্ষে আজ বুধবার বিকেলে শিবপুর উপজেলা পরিষদ সভাকক্ষে এক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার জিনিয়া জিন্নাত'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব জহিরুল হক ভূঁইয়া মোহন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হারুনুর রশিদ খান।
এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূইয়া রাখিলসহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। পরে ৭০টি পূজা মণ্ডপের নেতৃবৃন্দ অনুদান গ্রহণ করেন।