• নরসিংদী
  • শুক্রবার, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ; ০৪ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শুক্রবার, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ;   ০৪ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদীতে চালের বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিকারের অভিযান


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: মঙ্গলবার, ২৩ আগষ্ট, ২০২২ খ্রিস্টাব্দ, ০১:২০ এএম
নরসিংদীতে চালের বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিকারের অভিযান
ভোক্তা অধিকারের অভিযান

নিজস্ব প্রতিনিধি: বর্তমান পরিস্থিতিতে চালের বাজার নিয়ন্ত্রণে রাখতে নরসিংদী বড় বাজারে অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

রোববার অভিযানকালে ক্রয়-বিক্রয়ের রশিদ সংরক্ষণ না করা, মূল্য তালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন অসংগতির কারণে নরসিংদী বড় বাজারের চাল ব্যবসায়ী মেসার্স দয়াল খাজা ভান্ডারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নরসিংদী কার্যালয়ের সহকারী পরিচালক মো: আব্দুস সালাম এই অভিযানের নেতৃত্ব দেন। 

অভিযান শেষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নরসিংদী কার্যালয়ের সহকারী পরিচালক মো: আব্দুস সালাম বলেন, চালসহ বিভিন্ন নিত্যপণণ্যের দাম বৃদ্ধি করে বর্তমানে দেশে অস্থিতিশীল অবস্থা তৈরী করে সরকারকে বেকায়দায় ফেলতে একটি চক্র অপচেষ্টা চালাচ্ছে।

তাই এই বিষয়ে নিয়মিত বাজার মনিটরিংসহ  বাজারে অভিযান পরিচালনা করা হচ্ছে। এতে করে বাজারের ভোক্তার অধিকার ক্ষুন্ন হচ্ছে এমন অভিযোগে বিভিন্ন ব্যবসায়ীদের জরিমানার আওতায় আনা হচ্ছে। আর এই অভিযান নিয়মিত থাকবে বলে জানান তিনি।  

এসময় জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা কৃষি বিপণন কর্মকর্তা সহযোগিতা করেন।

অর্থনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ