• নরসিংদী
  • রবিবার, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ; ২২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  রবিবার, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ;   ২২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদীতে পৌঁছেছে অপরিশোধিত জ্বালানি তেল


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: শনিবার, ২৩ জুলাই, ২০২২ খ্রিস্টাব্দ, ০৮:০০ পিএম
নরসিংদীতে পৌঁছেছে অপরিশোধিত জ্বালানি তেল
ছবি:প্রতিনিধি

হলধর দাস: প্রথমবারের মতো দেশে পৌঁছালো ভারত থেকে আমদানি করা ২৫ লাখ লিটার অপরিশোধিত জ্বালানি তেল। শনিবার (২৩ জুলাই) সকালে নরসিংদীর ঘোড়াশালে বেসরকারি কোম্পানি এ্যাকোয়া রিফাইনারীর জেটিতে এসে পৌঁছেছে এই তেল। এতে দেশের জ্বালানী তেল সংকট সমাধানে ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সকালে আনুষ্ঠানিকভাবে পণ্য খালাশ কার্যক্রম উদ্ধোধন করেন ভারত ও বাংলাদেশের প্রতিনিধিরা।

এসময় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ’র পরিচালক রফিকুল ইসলাম,ইন্ডিয়ান ওয়েল করপোরেশন বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মাজহার আলম,একোয়া রিফাইনারী লি: ডিরেক্টর অপারেশন এরশাদ হোসেন, সাংহাই শিপ এর ওনার মাসুদুর রহমান, একোয়া রিফাইনারী লি: ডিএমডি সাজেদুল সিরাজ,জিএম জাহাঙ্গীর আলম।

ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরু হওয়ায় পর থেকেই বিশ্বব্যাপী শুরু হয়েছে জ্বালানি তেল সংকট। প্রতিবন্ধকতা শুরু হয়েছে জ্বালানি তেল আমদানি রফতানির ক্ষেত্রেও। সংকটের কারণে অনেক দেশের মতো বাংলাদেশেও ইতিমধ্যেই তেলচালিত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো বন্ধ রাখা হয়েছে।

চরম এই সংকটের মধ্যে নৌ প্রটোকল চুক্তির আওতায় শনিবার প্রতিবেশী দেশ ভারত থেকে ১৮৬২ মেট্রিকটন ন্যাপথা বা অপরিশোধিত তেল দেশে এসে পৌঁছেছে। নরসিংদীর ঘোড়াশালের শীতলক্ষা নদীর তীরের বেসরকারি তেল পরিশোধন কোম্পানি একোয়া রিফাইনারি লিমিটেডের জেটিতে এসে পৌঁছায় ওটি সাংহাই-৮ নামের তেলবাহি ট্যাংকার।

বাংলাদেশ ও ভারতের পতাকাবাহী জাহাজটি দুই দেশের মধ্যে নৌ প্রটোকল চুক্তির আওতায় আসা প্রথম তেলবাহি জাহাজ। যা ভারতের পশ্চিমবঙ্গের হলদিয়া বন্দর থেকে এ মাসের ৯ তারিখ ছেড়ে আসে। পরিশোধন কোম্পানি জানায়, ১৮৬২ মেট্রিক টন ন্যাপথা ৪ থেকে ৫ দিনের মধ্যে পরিশোধন করে প্রায় ২৫ লাখ লিটার অকটেন বের করা হবে। তাদের কাছ থেকে যা সরাসরি বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন কিনে নিবে। এরপর পরিশোধিত তেল চলে যাবে ভোক্তা পর্যায়ে। পুরো প্রক্রিয়া শেষে ভোক্তা পর্যায়ে তেল পৌছাতে সব মিলিয়ে এ সপ্তাহ সময় লাগবে।

বাংলাদেশ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অনুমতির প্রেক্ষিতে এই প্রথম ১৯শত মেট্রিকটন ন্যাফথা আমদানী করা হয়। ১৯শত মেট্রিকট্রন ন্যাফথার পরিবর্তে ২৫ লক্ষ লিটার জ¦ালানী তৈলে রুপান্তরিত হবে। এই ন্যাফথা পরিশোধিতের পর আশি শতাংশ অকটেন, ৫শতাংশ পেট্রোল ও ৭ শতাংশ কোরোসিন উৎপাদিত হবে। যা থেকে দেশের চলমান জ্বালানি সংকট নিরশনে কার্যকরি ভূমিকা রাখবে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্ট কর্তকর্তারা।

অর্থনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ