মাধবদী প্রতিনিধি: দেশীয় কাপড়ের সবচেয়ে বড় পাইকারী বাজার শেখেরচরে (বাবুরহাট) অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩২ টি দোকান ঘর পুড়ে গেছে। গতরাতে বাজারের দক্ষিণ দিকের জিয়া উদ্দিন মার্কেটে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। দুই ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। তবে প্রাথমিকভাবে অগ্নিকান্ডের কারণ অথবা ক্ষয়ক্ষতির কারণ জানাতে পারেনি তারা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বাজারের দক্ষিণ দিকের জিয়া উদ্দিন মার্কেটে রাত ১টার দিকে অগ্নিকান্ডের সুচনা হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভায়। দক্ষিণ দিকে দোকানের সংখ্যা কম থাকায় তোষকের আইটেম থাকায় খুব বেশি ক্ষতির সম্মুখীন হয়নি ব্যবসায়ীরা তবে এরই মধ্যে ৩২ টি তোষকের কাপড়ের দোকান পুড়ে যায় যার ।
নরসিংদী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নাইম ইবনে হাসান জানান, খবর পেয়ে নরসিংদী, মাধবদী এবং ঘোড়াশাল ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দুই ঘন্টা টেষ্টায় পুরোপুরি নিয়ন্ত্রনে আনে আগুন। তবে অগ্নিকান্ডের সুচনা এবং ক্ষতির পরিমান সম্পর্কে এখনই বলা যাচ্ছে না।
অগ্নিকান্ডের খবর পেয়ে নরসিংদীর জেলা প্রশাসক ড. বদিউল আলম, পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানসহ বণিক সমিতির নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।