• নরসিংদী
  • রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ; ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ;   ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

পলাশে বেকারী মালিককে ৩০ হাজার টাকা  জরিমানা


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বুধবার, ০৪ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৯:৩৮ পিএম
পলাশে বেকারী মালিককে ৩০ হাজার টাকা  জরিমানা

পলাশ প্রতিনিধি: নরসিংদীর পলাশে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী তৈরি ও খাদ্যপণ্যে স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক দ্রব্য মিশ্রণ করার দায়ে 'মায়ের দোয়া' নামে একটি বেকারীকে  ৩০ হাজার টাকা জরিমানা  করেছেন ভ্রাম‍্যমাণ আদালত।  বুধবার (৪ অক্টোবর) দুপুরে পলাশ উপজেলার চরসিন্দুর বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে উপজেলা প্রশাসন ভ্রাম‍্যমান আদালত পরিচালনা করলে এ জরিমানা আদায় করা হয়।

ভ্রাম‍্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা। 

ভ্রাম‍্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা জানান, পলাশের  ব্যবসায়ীরা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মেনে চলে এ লক্ষ্যে ভ্রাম‍্যমান আদালত পরিচালনা করা হয়েছে। ভ্রাম‍্যমান আদালতের অভিযানে উপজেলার চরসিন্দুর বাজারের মায়ের দোয়া নামে একটি বেকারীকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী তৈরি ও খাদ্য পণ্যে স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক দ্রব্য মিশ্রণ করার দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পলাশ উপজেলায় এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

ভ্রাম‍্যমাণ আদালতের অভিযানে নরসিংদী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদুর রহমান ও পলাশ থানা পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা করেন।

আইন ও আদালত বিভাগের জনপ্রিয় সংবাদ