
নাসিম আজাদ : নরসিংদীর পলাশ উপজেলায় আজ থেকে প্রথমবারের মতো বাজারে নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে ভর্তুকি মূল্যে শুরু হয়েছে নিন্ম আয়ের মানুষের নিকট টিসিবির নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয় কার্যক্রম।
ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি’র উদ্যোগে ও পলাশ উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার (২০ মার্চ) সকালে উপজেলার ঘোড়াশাল পৌর অডিটোরিয়াম চত্বরে বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা আফসানা চৌধুরী পি এ এ।
এসময় তিনি জানান, ঘোড়াশাল পৌর এলাকাসহ ৪টি ইউনিয়নে আজ থেকে ২৯ মার্চ পর্যন্ত ৮ হাজার ২৫ টি পরিবারের মধ্যে এসব টিসিবির পণ্য দেওয়া হবে।
এরমধ্যে আজ পৌর এলাকার ৫ ও ৬ নং ওয়ার্ডের ১ হাজার ১৩১টি পরিবারের মধ্যে পরিচিতি নামের কার্ডের মাধ্যমে ২কেজি চিনি,২কেজি ডাল ও ২ লিটার তেল দেওয়া হবে। স্ব স্ব কার্ডের নামধারী ব্যাক্তিরাই এ পণ্য পাবে বলে তিনি জানান।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিলভিয়া স্নিগ্ধা, ঘোড়াশাল পৌর মেয়র আল মুজাহিদ তুষার, পলাশ থানার ওসি মোহাম্মদ ইলিয়াসসহ পৌর কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা স্থানীয় সাংবাদিকদের আরও জানান, সরকার ভূর্তকি দিয়ে এসব পণ্য সামগ্রী ভোক্তাদের কাছে পৌঁছে দিচ্ছে। যাতে ভোক্তাদের বাড়তি খরচ গুনতে না হয়। টিসিবি’র ডিলারের মাধ্যমে চিনি প্রতি কেজি ৫৫ টাকা, সয়াবিন তেল প্রতি লিটার ১১০ টাকা ও মসুর ডাল প্রতি কেজি ৬৫ টাকা দরে বিক্রয় করা শুরু হয়েছে। ছুটি ব্যতীত প্রতিদিন শহরের বিভিন্ন স্থানে এসব পণ্য বিক্রি অব্যাহত রাখা হবে।