স্টাফ রিপোর্টার: তেল, গ্যাস, কেরোসিন, পেট্রল, অকটেনসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বুধবার (১০ আগস্ট) নরসিংদীতে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা জাতীয় পার্টি।
বিক্ষোভ সমাবেশটি নরসিংদী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নরসিংদী প্রেস ক্লাবের সম্মুখে এসে এক সমাবেশে মিলিত হয়।
জেলা জাতীয় পার্টির সভাপতি শফিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ওমর ফারুক, জাতীয় পার্টির নেতা এড. আবুল হাসানাত মাসুম, আহমেদুল কবির, শফিকুল ইসলাম ভূইয়া সুমন, মাহবুব আলম, আবেদ আলী মিশু, জাকির হোসেন মৃধা, মেহেদী হাসান প্রমুখ।