শেখ মানিক: অবৈধ অনিবন্ধিত বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টার ৭২ ঘণ্টার মধ্যে বন্ধে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় নরসিংদীর শিবপুরে বিভিন্ন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। এসময় বৈধ কাগজপত্র না থাকায় শিবপুর পপুলার (প্রাঃ) হাসপাতাল কে ৫০ হাজার ও আফরাদ ডায়াগনোস্টিক সেন্টার কে ২০ হাজার টাকা জরিমানা করে সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৮ মে) বিকেলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফারহানা আহমেদ এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: শাহরুখ খান। অভিযানে সহযোগিতা করে শিবপুর মডেল থানা পুলিশ ।
ডাঃ ফারহানা আহমেদ বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা পাওয়ার পর শিবপুরে অনিবন্ধিত হাসপাতাল, ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় শিবপুর পপুলার (প্রাঃ) হাসপাতাল ও আফরাদ ডায়াগনোস্টিক সেন্টার নামে দুটি প্রতিষ্ঠানকে নগদ ৭০হাজার টাকা অর্থদণ্ডসহ সিলগালা করে দেওয়া হয়েছে। প্রয়োজনীয় সকল কাগজপত্র আপটুডেট না করা পর্যন্ত বন্ধ থাকবে। শিবপুরে লাইসেন্সবিহীন একটি প্রতিষ্ঠানও চলতে দেয়া হবে না। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।