• নরসিংদী
  • বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ; ০৬ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ;   ০৬ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

মাধবদীতে ইসলামী আন্দোলনের সভা ও গণইফতার অনুষ্ঠিত


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: শনিবার, ৩০ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০:২৭ পিএম
মাধবদীতে ইসলামী আন্দোলনের সভা ও গণইফতার অনুষ্ঠিত

মকবুল হোসেন:  নরসিংদীর মাধবদীতে  ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধবদী থানা ও পৌর শাখার আয়োজনে আলোচনা সভা ও গণ ইফতার অনুষ্ঠিত হয়েছে। আজ ৩০ মার্চ শনিবার বিকাল ৩টায় মাধবদী এসপি ইন্সটিটিউটের মাঠে প্রায় ৩ হাজার রোজাদারদের নিয়ে গণ ইফতার অনুষ্ঠিত হয়।

গণ ইফতারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহা সচিব মাওলানা গাজী আতাউর রহমান। প্রধান বক্তা হিসেবে উপস্তিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সভাপতি আশরাফ হোসেন ভূইঁয়া।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধবদী থানা শাখার সভাপতি ক্বারী আবুল কাশেম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরবের নির্বাহী পরিচালক মাওলানা মোহাম্মদ বদরুজ্জামান, ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সহ-সভাপতি ও মহিষাশুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফতি কাউছার আহমাদ ভূঁইয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক মাও. আরিফ বিন মেহেরউদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার জয়েন্ট সেক্রেটারী মুহাম্মদ রাকিবুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধবদী পৌর শাখার সভাপতি ইউনুছ ভূঁইয়াসহ মাধবদী থানা এলাকার বিভিন্ন ইউনিটের সভাপতি, সাধারন সম্পাদকসহ দলীয় নেতাকর্মী ও সাধারন রোজাদার।

অনুষ্ঠানে বক্তারা ইফতার ইসলামে একটি ইবাদত ও বিভিন্ন স্থানে ইফতার মাহফিলে বাধাদানের প্রতিবাদ স্বরুপ এই গণ ইফতারের আয়োজন করেছেন বলে জানান।

 

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ