![website logo](https://www.jagonarsingdi24.com/webimages/logo.png)
স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ ও গণহত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল, ও স্মারকলিপি দিয়েছে গণঅধিকার পরিষদের নরসিংদী জেলার নেতাকর্মীরা।
মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টায় নরসিংদী প্রেস ক্লাবের সামনে এ বিক্ষোভ মিছিল করা হয়।
বিক্ষোভ মিছিলটি নিয়ে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা প্রেসক্লাব সামনে থেকে জেলা প্রশাসকের কার্যালয়ে যায় এবং জেলা প্রশাসক বরাবর স্বারকলিপি হস্তান্তর করে।
বিক্ষোভ মিছিল শেষে বক্তারা বলেন, ২৪'র অভ্যুত্থানে আওয়ামী লীগের নেতাকর্মীরা যে তাণ্ডব চালিয়েছে তাদের বিচার এই বাংলায় করতে হবে। তাদের রাজনীতি সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে নিষিদ্ধ করতে হবে। অন্যথায় গণ অধিকার পরিষদ কঠোর আন্দোলনের কর্মসূচির মাধ্যমে এই দাবি আদায় করা হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা।
এ সময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের জেলা শাখার সভাপতি মো: নান্নু মিয়া , সাধারণ সম্পাদক এরশাদুল ইসলাম, জেলা যুব অধিকার পরিষদের সভাপতি কাজী ইমরান, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি জনি ভূইয়া, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি শাহজামান সরকার বাপ্পি, সম্পাদক রবিন আহমেদসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।