হলধর দাস: নরসিংদী জেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনুর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিকা (অনুর্ধ্ব-১৭) ২০২৩ এর প্রতিযোগিতার উভয় খেলায় নরসিংদী পৌরসভা দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
সোমবার (৯ অক্টোবর) বিকেল ২টায় নরসিংদী মুছলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ বারিকা ফুটবল টুর্নামেন্টে নরসিংদী পৌরসভা দল বেলাব উপজেলা দলকে ৭-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
এ খেলায় পৌরসভা দলের পক্ষে ৩টি গোল করে ১৪নং জার্সি পরিহিত খেলোড়ার সারিকা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং সেরা খেলোয়াড় নির্বাচিত হয়। বিকেল ৪টায় একই মাঠে অনুষ্ঠিত খেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ বালক ফুটবল টুর্নামেন্টে নরসিংদী পৌরসভা দল ৩-০ গোলে রায়পুরা উপজেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
এ খেলায় পৌরসভা দলের পক্ষে সাব্বির হোসেন স¤্রার্ট সেরা খেলোয়াড় হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নরসিংদী জেলা প্রশাসক ড. বদিউল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জনের প্রতিনিধি জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মিজানুর রহমান, পুলিশ সুপারের প্রতিনিধি সহকারী পুলিশ সুপার তোয়াহা ইয়াছিন হোসেন, নরসিংদী পৌরসভার মেয়র আমজাদ হোসেন বাচ্চু ও অতিরিক্ত জেলা প্রশাসক আমজাদ হোসেন বাচ্চু।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নরসিংদী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহিনুল ইসলাম ভূইয়া। খেলার সার্বিক পরিচালনায় ছিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা ফার্জিন আক্তার মুমু।