• নরসিংদী
  • বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ; ০৬ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ;   ০৬ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদীতে ব্যবসায়ী নেতা রুবেলর উদ্যোগে ইফতার বিতরণ 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: শনিবার, ০৬ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২:১৫ এএম
নরসিংদীতে ব্যবসায়ী নেতা রুবেলর উদ্যোগে ইফতার বিতরণ 

স্টাফ রিপোর্ট : নরসিংদী শহর ফল ব্যবসায়ী সমিতির সভাপতি মো. রুবেল মিয়ার উদ্যোগে এতিম শিশু, ভাসমান গরিব, অসহায় মানুষ, পথচারী ও রিকশা চালকদের মধ্যে ইফতার বিতরণ করা হয়েছে। শুক্রবার  (৫ মার্চ ২৫ রমজান) বিকেলে প্যাকেটকৃত রান্না করা এ ইফতার বিতরণ করা হয়।

নরসিংদী শহরের দত্তপাড়া দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানা এবং ঈদগাঁপাড়া এতিমখানা এদুটি এতিমখানায় প্রতিটিতে একশ করে দুইশ এতিম শিশু, নরসিংদী রেলওয়ে স্টেশনের ভাসমান মানুষ, শহরের বিভিন্ন সড়কে চলাচলকারী পথচারী, গরিব অসহায় ও খেটে খাওয়া রিকশাচালকদের মাঝে মোট এক হাজার প্যাকেটকৃত রান্না করা এ ইফতার বিতরণ করা হয়। রান্না করা এই ইফতারের মধ্যে ছিল মোরগ পোলাও।

নরসিংদী শহর যুবলীগ নেতা ও শহর ফল ব্যবসায়ী সমিতির সভাপতি মো. রুবেল মিয়ার ব্যক্তিগত উদ্যোগে এ ইফতার বিতরণ করা হয়।

প্যাকেটকৃত রান্না করা ইফতার বিতরণ কালে নরসিংদী শহর ফল ব্যবসায়ীর সমিতির  সভাপতি মো. রুবেল মিয়ার বলেন, 'আমি প্রতিবছরই এলাকার গরিব, অসহায় মানুষ, এতিম শিশু ও পথচারীদের মাঝে রান্না করা এই ইফতার বিতরণ করে এসেছি। এরই ধারাবাহিক কোথায় আজকে মোট এক হাজার প্যাকেটকৃত রান্না করা খাবার ইফতার হিসাবে বিতরণ করেছি। এলাকার গরিব অসহায় রোজাদার মানুষের মাঝে এই ইফতার বিতরণ করে আমি আত্মতৃপ্তি পাই। তাই প্রতিবছর এই কাজটা আমি করি। 
 

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ