মনোহরদী প্রতিনিধি: বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নরসিংদীর মনোহরদীতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ সেপ্টেম্বর) সকালে নারান্দী-চীন মৈত্রী কেন্দ্রে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক লে. কর্ণেল (অব.) জয়নুল আবেদীন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের উপদেষ্টা জাকির হোসেন, নরসিংদী জেলা বিএনপি নেতা সারোয়ার হোসেন মৃধা, উপজেলা বিএনপি নেতা আজহারুল ইসলাম, শুকুন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুল গণি ফরাজী, লেবুতলা ইউনিয়ন বিএনপির সভাপতি আজহারুল ইসলাম, খিদিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, চালাকচর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদ ডাক্তার, দৌলতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাও. মহিউদ্দিন, বারৈচা বাজার বনিক সমিতির সভাপতি মশিউজ্জামান মশি, পাটুলি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নয়ন মিয়া।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বেলাব উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর, আক্কাস আলী, বিল্লাল হোসেন, জুয়েল মিয়া, মনোহরদী উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আকরাম হোসেন রুমি, সাদিকুর রহমান শিপন, আনিসুজ্জামান অনু, শেখ শাহজাহান, একদুয়ারিয়া ইউনিয়ন বিএনপি নেতা কামরুজ্জামান কাজল, মিটুল, জুয়েল প্রমুখ।
সভা পরিচালনা করেন উপজেলা যুবদল নেতা অহিদুজ্জামান অহিদ।