স্টাফ রিপোর্টার: নরসিংদী জেলার কৃতি সন্তান রাশেদ ইকবাল খানকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত করায় আনন্দ মিছিল করেছে নরসিংদী জেলা ছাত্রদলের পদ বঞ্চিত গ্রুপের নেতাকর্মীরা। বুধবার (৯ আগস্ট) বিকেলে নরসিংদী জেলা শহরে এ আনন্দ মিছিলটি বের করা হয়।
জেলা ছাত্রদলের সাবেক সদস্যসচিব মাইন উদ্দিন ভূঁইয়ার নেতৃত্বে নরসিংদী আইডিয়াল স্কুলের সামনে থেকে বিকাল ৪ টায় আনন্দ মিছিলটি বের করে শহরের প্রধান প্রধান প্রদক্ষিণ শেষে ভেলানগর বাজারে গিয়ে শেষ জেলা ছাত্রদলে বর্তমান কমিটির ১ নং জুবায়ের আহমেদ তুষার, ছাত্রদল নেতা ফাহিম রাজ অভি, মাহিদুল মাহি, ফাতিম আলম নাফি, শেখ সাফিয়ান জাবের, অপু, সাকিব, নাজমুল প্রমুখ।
এই সময় এক পথসভায় ছাত্রদল নেতা মাইন উদ্দিন ভূঁইয়া বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নবনির্বাচিত ভারপ্রাপ্তর সভাপতি নির্বাচিত রাশেদ ইকবাল খানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সেই সাথে তাকে ভারপ্রাপ্ত সভাপতি দায়িত্ব দেয়ায় বিএনপি'র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, মঙ্গলবার (৮ আগস্ট) বিএনপির জ্যৈষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে রাশেদ ইকবাল খানকে ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়ার কথা জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বর্তমান সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ অসুস্থ থাকায় তার পরিবর্তে কমিটির সিনিয়র সহ-সভাপতি রাশেদকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।
রাশেদ ইকবাল খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। তিনি নরসিংদীর শিবপুর পৌরসভাধীন আশ্রাবপুর গ্রামের বাসিন্দা