
নিজস্ব প্রতিনিধি: নরসিংদী জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাড়ে চারশত শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে আইসিটি অলিম্পিয়াড।
শনিবার (৭ জানুয়ারী) সকাল থেকে নরসিংদী জেলা শিল্পকলা একাডেমী হলরুমে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এতে নরসিংদী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী আফসানা হোসাইন মাহি জেলার সেরা হিসেবে পুরস্কৃতি হয়েছে।
হ্যাকারস্ল্যাশ নামে একটি প্রতিষ্ঠান এর আয়োজন করে।
অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আরেফিন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় আরো উপস্থিত ছিলেন নরসিংদী প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, ডেফোডিল ইউনিভার্সিটির কম্পিউটার সাইন্সের বিভাগীয় প্রধান প্রফেসর ড. তৌহিদ ভূইয়া, প্রফেসর ড. মো: শামসুল আরেফিন ও হ্যাকারস্ল্যাসের প্রধান নির্বাহী এম আর ফারাবী ও নরসিংদী অরবিট টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ্য এনামুল হকসহ অন্যরা।
হ্যাকারস্ল্যাশ প্রতিষ্ঠানটি ২০১৬ সাল থেকে সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে দেশে প্রথমবারের মতো সরাসরি জেলা পর্যায়ে এই প্রতিযােগিতার আয়োজন করে প্রতিষ্ঠানটি।
প্রতিযোগিতা শেষে স্কুল ও কলেজ পর্যায়ে মোট ১৮ জন এবং জেলা পর্যায়ে একজন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেয়া হয়।