শেখ মানিক: সরকারের ভূমি মন্ত্রণালয় কর্তৃক বিভাগীয় পর্যায়ে রাজস্ব ও ভূমি সেবায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য নরসিংদী জেলার শ্রেষ্ঠ ভূমি অফিসার হিসেবে নির্বাচিত হলেন শিবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শাহরুখ খান।
সততা, দক্ষতা ও সদাচারণের সাথে ভালো কাজ করে তিনি তার কর্মের ফল স্বরূপ নরসিংদীর শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন। তার এই শ্রেষ্ঠত্ব অর্জনে শিবপুরের মানুষও আনন্দিত।
বৃহস্পতিবার (১৯ মে) দুপুরে এক বার্তায় ভূমি মন্ত্রণালয় এ তথ্য জানান।
রংপুরের কৃতি সন্তান ৩৫তম বিসিএস প্রশাসনের চৌকস অফিসার শাহরুখ খান ১ বছর পূর্বে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট হিসেবে এই উপজেলায় যোগদান করেন।
দায়িত্ব পালনকালে অল্প সময়ের মধ্যে শত ভাগ সততার সাথে তাঁর উপর অর্পিত দায়িত্ব পালনের পাশাপাশি অবৈধ শ্যালো ইন্জিন চালিত ড্রেজার দিয়ে ফসলি জমি কেটে বালু বিক্রিকারীদের বিরুদ্ধে অভিযান,লালমাটির টেক-টিলা কেটে প্রাকৃতিক পরিবেশ নষ্টকারীদের বিরুদ্ধে অভিযান, সরকারি জমি দখলকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে জমি উদ্ধার, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং, করোনো প্রতিরোধে জনসচেতনতামূলক প্রচারসহ বিনামূল্যে মাস্ক বিতরণ, মাদক বিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে বিভিন্ন অপরাধীকে বিভিন্ন মেয়াদী কারাদ- ও অর্থদন্ডের শাস্তি দিয়েছেন। তাঁর ভালো কাজের স্বীকৃতি স্বরুপ তিনি এই শ্রেষ্ঠত্ব অর্জন করলেন। তিনি এর আগে নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয় এনডিসি হিসেবে শততার সাথে দায়িত্ব পালন করে সুনাম অর্জন করেন।
শিবপুর উপজেলায় করোনাকালিন সময়ে কোভিট-১৯ মোকাবেলা ও গণসচেতনতায় নিরলস পরিশ্রম করে ব্যাপক সুনাম অর্জন করেছিলেন। শিবপুরের সাধারণ মানুষ আজও তা স্মরণ করে।
জেলায় শ্রেষ্ঠ ভূমি অফিসার হওয়ায় সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহরুখ খানকে শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হারুনুর রশিদ খান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহসীন নাজির, সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভূঁইয়া রাখিলসহ বিভিন্ন মহল থেকে অভিনন্দন জানানো হয়েছে।