হলধর দাস: নরসিংদী জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রোটারিয়ান মোঃ বশিরুল ইসলাম বলেছেন, আজকের দিনে যারা সততা সংঘের সদস্য, তারাই আগামী দিনে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে। তাই প্রত্যেক শিক্ষার্থীকে সমাজে প্রতিষ্ঠিত হওয়ার মনোভাব নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। দুর্নীতি বিরোধী কার্যক্রমে বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। নিজেদের পরিবার ও সামাজিক পরিবেশ থেকে থেকেই এর চর্চা শুরু করতে হবে।
রবিবার(২৪ মার্চ,২০২৪)নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সততা চর্চা ও সততার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে দুর্নীতি বিরোধী সচেতনতামূলক মতবিনিময় সভায় সভাপতির ভাষণে তিনি এসব কথা বলেন।
বিশেষ অতিথি ছিলেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ আলতাফ হোসেন নাজির।
অন্যান্যের মধ্যে ছিলেন জেলা দুর্নীতি প্রতিরোধ সদস্য মোস্তাক আহমেদ ভূঁইয়া, কাজী আনোয়ার কামাল, মোঃ বেলায়েত হোসেন প্রমুখ।
নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে আয়োজিত এ মতবিনিময় সভায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল লক্ষণীয়।