স্টাফ রিপোর্টার: নরসিংদীতে মহান বিজয় দিবস উপলক্ষে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) নরসিংদী শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ি ডেসম্বর) রাত ৯ টায় নরসিংদী জেলা হাসপাতালের সেমিনার কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপিস্থত ছিলেন নরসিংদী জেলার স্বাস্থ্য বিভাগের প্রধান কর্মকর্তা সিভিল সার্জন ডা. সৈয়দ মো. আমিরুল হক শামীম।
নরসিংদী জেলা ড্যাবের সভাপতি ডা. এম.এস.এস. হাসান আল জামীর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, জেলা ড্যাবের সহ-সভাপতি ডা: এ.কিউ.এম মোবিন, সাবেক সাধারণ সম্পাদক ডা. মো. খুরশীদ আলম, সাবেক সভাপতি ডা: মোশারফ হোসেন রিকাবদার, সাবেক সহ-সভাপতি ডা. মো. জামাল উদ্দিন ভূঁইয়া ও সাধারণ সম্পাদক নুরুল্লাহ আল মাসুদ প্রমুখ।