• নরসিংদী
  • শনিবার, ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ; ২২ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শনিবার, ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ;   ২২ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

শিবপুরে আগুনে পুড়ল প্লাষ্টিক কারখানা  


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৯:৪২ পিএম
শিবপুরে আগুনে পুড়ল প্লাষ্টিক কারখানা  

নিজস্ব প্রতিনিধি: নরসিংদীর শিবপুরে কর্ণফুলী মাস্টারব্যাচ এন্ড প্লাষ্টিক নামে একটি কারখানা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে ছাাই হয়ে গেছে কারখানার সব কিছু।৷ রবিবার (২২ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার ইটাখোলার কুমরাদী এলাকা ওই প্লাষ্টিক কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্র বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।  তবে আগুনের  ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক জানাতে পারেনি ফায়ার সার্ভিস এবং কারখানা কর্তৃপক্ষ। 

কারখানার ইনচার্জ মো. মাহিন আলম বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। নিজেদের চেষ্টায় আগুন নেভাতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেই। শিবপুর ফায়ার সার্ভিস সদস্যরা আগুন নেভাতে এসে তাদের যান্ত্রিক ক্রটির কারণে তারা আগুন নিয়ন্ত্রনে কোন কাজ করতে পারেনি। পরে নরসিংদী সদরের ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে এক ঘন্টা চেষ্টা চালিয় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে সব পুড়ে ছাই হয়ে যায়।

শিবপুর ফায়ার সার্ভিসের সাব অফিসার  সাইফুল ইসলাম  জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। নরসিংদী সদর ও শিবপুরের ২টি ইউনিট ১ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সম্ভব হয়। তবে এর আগেই কারখানার সবকিছু পুড়ে গেছে। আগুনে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তদন্তের পর বলা যাবে।
 

অর্থনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ