• নরসিংদী
  • বৃহস্পতিবার, ২৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ; ১৩ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  বৃহস্পতিবার, ২৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ;   ১৩ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদীতে বিএনপি'র কর্মীকে গুলি করে হত্যা


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ০২:৪৩ পিএম
নরসিংদীতে বিএনপি'র কর্মীকে গুলি করে হত্যা

মকবুল হোসেন : নরসিংদীর পাঁচদোনায় হুমায়ূন কবির (৩৫) নামে স্থানীয় বিএনপি এক কর্মীকে গুলিকরে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২১ ডিসেম্বর) রাতে সারে ১১ টায় নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা নাগরার হাট  মাছের আড়ৎ মসজিদের সামনে এ ঘটনা ঘটে। নিহত হুমায়ুন মেহেড়পাড়া ইউনিয়নের নাগরারহাট এলাকার মৃত একরামুল হকের ছেলে।নিহতের ভাতিজা তন্ময় জানান, রাতে পাঁচদোনা  তার বাড়ী সংলগ্ন মসজিদের মাঠে  হুমায়ুনসহ কয়েকজন ব্যাডমিন্টন খেলছিলেন।

রাত ১১টার দিকে হুমায়ুনের পরিচিত ২জন যুবক হুমায়ুনের সাথে গোপন কথা বলার জন্য খেলার মাঠের অদূরে  মসজিদের দিকে ডেকে নিয়ে যায়। এরপরই গুলির শব্দ শুনতে পান মাঠে থাকা তন্ময়সহ অন্যরা। এসময় তন্ময় এগিয়ে গেলে তারউপর গুলি ছুড়লে গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয় এবং তরা আতংকিত হয়ে পড়লে এ ফাকে দূর্বৃত্তরা মোটরবাইকে করে পালিয়ে যায়।  পরে গুলিবিদ্ধ হুমায়ুনকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে দায়ীত্বরত  চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ব্যডমিন্টন খেলা শেষে অজ্ঞাত দুর্র্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। ধারণা করা হচ্ছে কোন পূর্বশত্রুতার জেরেই তাকে হত্যা করা হয়েছে। হত্যার প্রকৃত কারণ উদঘাটনসহ হত্যাকারীদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ