• নরসিংদী
  • শনিবার, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ; ২১ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শনিবার, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ;   ২১ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

 ছাত্র আন্দোলনে নিহতের ২ পরিবারকে খোকন'র আর্থিক অনুদান 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ আগষ্ট, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০:৫৩ পিএম
 ছাত্র আন্দোলনে নিহতের ২ পরিবারকে খোকন'র আর্থিক অনুদান 

স্টাফ রিপোর্টার: নরসিংদীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতের ২ পরিবারকে আর্থিক অনুদান প্রদান করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব  ও নরসিংদী জেলা বিএনপির আহবায়ক খায়রুল কবির খোকন। বৃহস্পতিবার দুপুরে নরসিংদী সদর উপজেলার করিমপুরে এবং বিকেলে শহরের তরোয়া এলাকায় নিহত  এই ২ পরিবারকে নগদ এক লাখ টাকা করে অনুদান প্রদান করা হয়েছে। এ সময় তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদ পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

নিহত ফয়েজ সরকার করিমপুর গ্রামের নুরুল ইসলাম মিয়ার ছেলে। তিনি স্থানীয় ডকইয়ার্ড শ্রমিক ছিলেন। এছাড়া নিহত ডা. সজিব সরকার শহরের তরোয়া এলাকার হালিম সরকারের ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ হাসপাতালের জৈষ্ঠ্য প্রভাষক ছিলেন।

বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন নিহত ফয়েজ সরকার বাড়ীতে যাবেন তার পরিবারের খোঁজখবর নিবেন এ উপলক্ষ্যে করিমপুর বাজারে স্থানীয় ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে এব মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে স্তব্দ করে দিতে আওয়ামী লীগ আন্দোলনরত ছাত্র-জনতাকে নির্বাচানে  গণহত্যা চালিয়েছিল। ছাত্র-জনতার লাশে উপর দাঁড়িয়ে আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতাকে আকঁড়ে  ধরে থাকতে চেয়েছে। কিন্তু  ছাত্র-জনতার আন্দোলনে মুখে আওয়ামী লীগ দলীয় প্রধান পদত্যাগ করে চোরের মত এদেশ ছেড়ে পালিয়েছে।  গণহত্যার দায়ে আওয়ামী লীগের আর এ দেশে  রাজনীতি করার  নৈতিক অধিকার নেই। তারা  সেই অধিকার হারিয়েছে।  স্বৈরাচারী এই  দলটিকে চিরদিনের জন্য বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। সেই সাথে তাদের নিবন্ধন বাতিল করতে হবে। অন্তবর্তীকালীন সরকারের কাছে আমরা  এই দাবী জানিয়েছি।

খায়রুল কবির খোকন বলেন, এই দাবির পাশাপাশি আমরা বেগম খালেদা জিয়া ও দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা সকল মামলা প্রত্যাহার করার দাবীও জানিয়েছি।

তিনি  বলেন, আমরা মনে করি আগামী ৬ মাস কিংবা এক বছর যত দ্রুত সম্ভব অন্তর্বতীকালীন সরকার  একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থ্ করবেন।  সেই নির্বাচনে এদেশের মানুষ তাদের ভোটের অধিকার ফিরে পাবে এবং নির্ভয়ে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।

করিমপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক  আসাদুজ্জামান কাজলের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নরসিংদী সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী বিএনপির  সভাপতি এ কে এম গোলাম কবির কামাল,  সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, করিমপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মনিরুল ইসলাম মনির, জেলা যুবদল সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎ, জেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক যুবদল নেতা আব্দুল রউফ ফকির রনি, জেলা  ছাত্রদল সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ ও বিএনপি নেতা শহিদুল ইসলাম প্রমুখ।
 

অর্থনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ