স্টাফ রিপোর্টার: নরসিংদী জেলা কারাগার থেকে লুন্ঠিত অস্ত্রসহ ৫টি আগ্নেয়াস্ত্র ও রাবার বুলেট উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। রবিবার ( ১৮ আগস্ট) দুপুরে নরসিংদী মুসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামের সেনা ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ২৮ ইষ্ট বেংগল এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ ফাহিম মাহবুব পিএসসি। এসময় তিনি নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ’র কাছে অস্ত্র গুলো হস্তান্তর করেন।
সংবাদ সম্মেলনে এই সেনা কর্মকর্তা জানান, প্রথমত, গত ৮ আগস্ট বৃহস্পতিবার বেলা ৩টার দিকে নরসিংদী বড় বাজার জামে মসজিদের পিছনে একটি পরিত্যক্ত বাড়ীতে কিছু পরিমাণ এ্যামোনিশন রয়েছে এবং ওই বাড়ীতে রাতে লোকজনকে আনাগোনা করতে দেখা যায় এমন সংবাদের ভিত্তিতে ২৮ ইষ্ট বেংগলের একটি বিশেষ টহল দল তাৎক্ষণিক সেখানে অভিযান চালায়। সেনা টহল দল পরিত্যক্ত ওই বাড়ীতে তল্লাশী চালিয়ে ২৬ রাউন্ড তাঁজা রাবার বুলেট উদ্ধার করে।েএসময় সেখানে কোন সন্দেহভাজন ব্যক্তিকে পাওয়া যায়নি।
দ্বিতীয়ত, গত ১১ আগস্ট রবিবার সকাল সাড়ে ১০টার দিকে ২৮ ইষ্ট বেংগলের একটি টহল দল রায়পুরা পুলিশ স্টেশনে যাওয়ার পথে মেথীকান্দা এলাকা অতিক্রমের সময় একটি ডাকাত দলকে দেশীয় অস্ত্রশস্ত্রসহ পার্শ্ববর্তী পায়ে হাটার রাস্তা দিয়ে যেতে দেখে। এসময় সেনাসদস্যরা গাড়ী থামিয়ে ডাকাত দলকে ঘেরাও করার চেষ্টা চালায়। সেনাসদস্যদের দেখতে পেয়ে ডাকাতেরা রাস্তা থেকে সরে গিয়ে গ্রামের ঢুকে পড়ে। এসময় তারা তাদের সাথে থাকা দেশীয় অস্ত্র বিভিন্ন স্থান বা জলাশয়ে ফেলে পালিয়ে যায়। পরে সেনাসদস্যরা বিভিন্ন স্থানসহ জলাশয়গুলো তল্লাশী চালিয়ে ৩টি একনলা বন্ধুক (দেশীয়) উদ্ধার করে।
তৃতীয়ত, সেনাসদস্যরা বিশ্বস্ত সুত্রে জানতে পারে যে, নরসিংদী সদর উপজেলাধীন চিনিশপুর ইউনিয়নের কালিরহাট এলাকায় একটি বাড়ীতে আগ্নেয়াস্ত্র রাখা আছে এবং ওই বাড়ীতে রাতে লোকজনকে আসা যাওয়া করতে দেখা যায়। এমন তথ্যের ভিত্তিতে গত ১৩ আগস্ট মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে দুটি সেনা টহল দল ওই বাড়ীতে অভিযান পরিচালনা করে চারপাশ ঘিরে ফেলে এবং প্রায় দেড় ঘন্টা তল্লাশি চালিয়ে একটি ঘরের ভিতর মাচার মধ্যে লুকিয়ে রাখা ১টি শর্টগান রাইফেল উদ্ধার করে। উদ্ধারকৃত শর্টগানটি নরসিংদী জেলা কারাগার হতে লুণ্ঠনকৃত অস্ত্র বলে জানা যায়।
চতুর্থত, সেনাসদস্যরা বিশ্বস্ত সুত্রে জানতে পারে যে, নরসিংদী সদর উপজেলাধীন ঘোড়াদিয়া এলাকার একটি ঘনজঙ্গলে আগ্নেয়াস্ত্র লুকিয়ে রেখেছে এবং ওই এলাকায় রাতে লোকজনের আনাগোনা দেখা যায়। এমন তথ্যের ভিত্তিতে গত শুক্রবার (১৬ আগস্ট) রাত ১০টার দিকে ২৮ ইষ্ট বেংগলের ২টি বিশেষ টহল দল ওই এলাকায় হাজির হয়ে ঘনজঙ্গলের চারপাশ ঘিরে ফেলে এবং সেখানে তল্লাশি চালায়। জঙ্গলের মধ্যে প্রায় আধা ঘন্টার অধিক তল্লাশি চালিয়ে সেখানে লুকিয়ে রাখা ১টি রাইফেল বিডি-০৮ উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত রাইফেলটিও নরসিংদী জেলা কারাগার হতে লুণ্ঠনকৃত বলে জানা গেছে।
এই সকল অভিযানে মোট ৫টি আগ্নেয়াস্ত্র ও ২৬ রাউন্ড রাবার বুলেট উদ্ধার করে নরসিংদী সেনা ক্যাম্পের ২৮ ইষ্ট বেংগলের সেনা দলের সদস্যরা। তবে এসব অভিযানে কাউকে আটক করা যায়নি বলে ওই সেনা কর্মকর্তা জানান।
উদ্ধারকৃত এই সকল আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ রবিবার দুপুরে সেনাবাহিনীর পক্ষে ২৮ ইষ্ট বেংগল এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ ফাহিম মাহবুব পিএসসি আনুষ্ঠানিকভাবে নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ’র কাছে হস্তান্তর করেন।