নিজস্ব প্রতিনিধি : নরসিংদীর পলাশে বর্ণাঢ্য আয়োজনে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে এবং বাংলাদেশ এ্যাথলেটিকস ফেডারেশনের সহযোগিতায় শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১৫ জানুয়ারি) সকালে পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন নরসিংদী-২ পলাশ আসনের সংসদ সদস্য ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ।
এর আগে প্রধান অতিথির নেতৃত্বে উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি পলাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্কুল মাঠে গিয়ে শেষ হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল আলমের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিলভিয়া স্নিগ্ধা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ কারীউল্লাহ সরকার, জিনারদী ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম গাজী ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার।
জাগো নরসিংদী টুয়েন্টিফোর ডটকম/সমক