• নরসিংদী
  • শুক্রবার, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ; ০৪ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শুক্রবার, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ;   ০৪ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

আর্জেন্টিনার জয়ে মেসি ভক্তদের আনন্দ র‍্যালি নরসিংদীতে


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ০৬:১১ পিএম
আর্জেন্টিনার জয়ে মেসি ভক্তদের আনন্দ র‍্যালি নরসিংদীতে
মেসি ভক্তদের আনন্দ

স্টাফ রিপোর্টার: আর্জেন্টিনার বড় জয়ে মেসি ভক্তরা নরসিংদী শহরের বিভিন্ন এলাকা থেকে আনন্দ র‍্যালি বের করেছে। শনিবার (১০ ডিসেম্বর) ভোর রাতে জয়ের পর মেসি ভক্তরা আতশবাজি ফুটিয়ে আনন্দ উল্লাসে মেতে উঠে।

শনিবার রাত ১টা শুরু হওয়া কোয়ার্টার ফাইনালে শক্তিশালী ন‍েদারল্যান্ডকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে সেমি ফাইনালে জায়গা করে নিয়েছে প্রিয় দল আর্জেন্টিনা।

প্রিয় দলের এই বড় জয়ের পর শেষ রাতে আনন্দ র‍্যালি বের করেন আর্জেন্টিনার ভক্ত সমর্থকরা। আর্জেন্টিনার পতাকা হাতে সমর্থকরা শহরের বিভিন্ন এলাকা থেকে র‍্যালি বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসভার সামনে এসে সমাবেত হয়। সেখানে বাদ্যযন্ত্রের তালে তালে মেসির জয়গানে আনন্দ উল্লাস করে ভক্ত সমর্থকরা।

এ ছাড়াও বিশ্বকাপ ফুটবল খেলাকে কেন্দ্র করে শহরের বিভিন্ন পয়েন্টে বড় পর্দায় খেলা দেখার আয়োজন করেন আর্জেন্টিনার সমর্থকরা।

এবার বিশ্বকাপ আর্জেন্টিনার মেসির হাতেই উঠবে এমনটি প্রত্যাশা করছে আর্জেন্টিনার ভক্ত সমর্থকরা।

খেলা বিভাগের জনপ্রিয় সংবাদ