• নরসিংদী
  • রবিবার, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ; ২২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  রবিবার, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ;   ২২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

শিবপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উপভোগ করলেন শিল্পমন্ত্রী 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ, ০২:২১ এএম
শিবপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উপভোগ করলেন শিল্পমন্ত্রী 
শিল্পমন্ত্রীসহ অন্যান্য অতিথিবৃন্দ

নিজস্ব প্রতিনিধি: নরসিংদীর শিবপুরে মরহুম সুবেদার (অবঃ) মেজর মনসুর আহমেদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার লাখপুর শিমুলিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় সাধারচর ইউনিয়নকে ১-০ গোলে পরাজিত করে জয়নগর ইউনিয়ন পরিষদ চ্যাম্পিয়ন হয়েছে।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী এ্যাড. নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন,এমপি। খেলার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব জহিরুল হক ভূইয়া মোহন।

লাখপুর শিমুলিয়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন বিএসসির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও জিনিয়া জিন্নাত,শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফিরোজ তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভূইয়া রাখিল, জেলা আওয়ামীলীগের কার্যকারি সদস্য ফরহাদ আলম ভূঁঞা।

সঞ্চালনা করেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ। পৃষ্ঠপোষকতা করেন শিল্প মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা আব্দুল্লা আল মঈন ঝুটন।

টুর্নামেন্টের ফাইনাল খেলা দেখতে দুপুর থেকে দলে দলে মাঠে আসতে থাকেন দর্শকরা। হাজার হাজার দর্শকদের উপস্থিতিতে খেলার মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে উঠে। মাঠে জায়গা না পেয়ে দর্শকরা শেষপর্যন্ত স্কুলের ছাদে উঠে খেলা উপভোগ করেন।

জাগো নরসিংদী টুয়েন্টিফোর ডটকম 
 

খেলা বিভাগের জনপ্রিয় সংবাদ