স্টাফ রিপোর্টার: নরসিংদীর শিবপুরের কামারটেকে প্রতিষ্ঠিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান তালেব হোসেন মেমোরিয়াল একাডেমি প্রাঙ্গনে দুই দিনব্যাপী জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বৃহস্পতিবার পুরস্কার বিতরণের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন উক্ত একাডেমির প্রতিষ্ঠাতা রোটারিয়ান বশিরুল ইসলাম।
একাডেমি পরিচালনা পরিষদের সভাপতি অধ্যাপক মোঃ তফাজ্জল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন প্রধান, বীর মুক্তিযোদ্ধা শাহাদাৎ হোসেন মাস্টার, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ভূইয়া, একাডেমির পরিচালক বিলকিস আক্তার, লন্ডন প্রবাসী আশরা নেওয়াজ, প্রতিষ্ঠানের পরিচালক আফরিন জাহান, সেলিমুল ইসলাম তানভির, উসমান মেম্বার প্রমুখ।
ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ী- অংশগ্রহণকারী সাতশতাধিক শিক্ষার্থীর মধ্যে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানের দ্বিতীয় দিনে সাংস্কৃতিক প্রতিযোগিতায় নাচ, গান, কবিতা আবৃত্তি, ফ্যাশন শোসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়।
জাগো নরসিংদী/হলধর দাস