নিজস্ব প্রতিনিধি: নরসিংদীর শিবপুর উপজেলার দক্ষিণ সাধারচর ভোরের হাওয়া সংগঠন কতৃক আয়োজিত শহীদ আসাদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২৩ এর দ্বিতীয় সেমি ফাইনাল খেলা দক্ষিণ সাধারচর উচ্চ বিদ্যালয়ের মাঠে গত শনিবার বিকালে অনুষ্ঠিত হয়।
উক্ত খেলায় মাওলানা ভাসানী একাদশ ৩-০গোলে শহীদ তিতুমীর একাদশকে পরাজিত করে ফাইনালে উঠেন। উক্ত খেলায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ভোরের হাওয়া সংগঠনের প্রধান উপদেষ্টা শেখ সাদী ভুঁইয়া, সেক্রেটারী আইবিএ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরসিন্দুর শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের অধ্যক্ষ ওবায়দুল হক গাজী এবং উদ্ভোদক হিসাবে ছিলেন, সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও আড়াইহাজার শাখার ব্যাবস্থাপক শেখ শোয়াইব আহমেদ ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শাহআলম ফরাজি প্রিন্সিপাল অফিসার পুবালি ব্যাংক শাখা নারায়ণগঞ্জ। এছাড়াও অন্যন অতিথিদের মধ্যে ছিলেন জাহাঙ্গীর মাষ্টার, আঃছালাম সাঃ শিক্ষা কর্মকর্তা মাসুদ মাষ্টার, কাউছার মাষ্টার, মোবারক হোসেন অফিসার ব্যাংক। প্রধান অতিথি ওবায়দুল হক গাজী বলেন, তরুণরা ও সংগঠনই পারে ইভটিজিং বিরুদ্ধে কথা বলতে ।
শেখ সাদী ভুঁইয়া বলেন, শহীদ আসাদের নামে খেলা দেশাত্মবোধের পরিচয় বহন করে। মাদক নির্মুলে খেলাধুলার গুরুত্বের কথা তুলে ধরেন।
সংগঠনের সভাপতি মোগল হোসেন বলেন খেলায় ভাসানী, সূর্য সেন,ক্ষুদিরাম বসু,একে ফজলুল হক,সোহরাওয়ার্দী এই নামগুলোকে দলের নাম হিসেবে ব্যাবহার করা এবং এদের সমন্দে তরুনদের জানানো আমাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য । সংগঠনের সাধারণ সম্পাদক লোকমান হোসেন বলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনে বাংলাদেশের স্বাধীনতায় ওনাদেন অসামান্য অবদান আমাদের ভুলে গেলে চলবে না। মাদক নির্মুলে সংগঠনের গুরুত্বের কথা তুলে ধরেন।সংগঠনটি ইতিমধ্যে সৃজনশীল কাজের মাধ্যমে সমাজে ব্যপক গ্রহণ যোগতা লাভ করেছে।
এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের ক্রিড়া সম্পাদক শামসুল ইসলাম, ছোটন,সুমন,মাকছুদুল, ইকবাল, মাহফুজ, রোবেল, চন্দন, বায়েজিদ,মাছুম,টিপু,বশির সহ আরো অনেকে। সংগঠনটি প্রতিবছর বিজয় দিবস,২১শে ফেব্রুয়ারীসহ সকল দিবস যথাযোগ্য মর্যাদায় পলান করে থাকে। এই ধরনের সৃষ্টি শীল সংগঠন ভাল পৃষ্ঠপোষকতা পেলে সমাজ বিনির্মানে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।