মকবুল হোসেন: গত ২৪মার্চ মাধবদী থানার মহিষাশুড়া ইউনিয়নের দড়িকান্দী গ্রামের রফিকুল ইসলামের পুত্র মোশারফ হোসেনের হত্যাকে কেন্দ্র করে দড়িকান্দী নতুন ঈদগাহ মাঠে এক বিরাট প্রতিবাদ সমাবেশ বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তারা বলেন মোশারফ হোসেনের হত্যাকারীরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক বিক্রেতা ও মাদকাসক্ত। তাদের বিরোদ্ধে মাদকদ্রব্য আইনে মাধবদী নরসিংদী থানা সহ বিভিন্ন থানায় মামলা রয়েছে। মোশারফ হত্যার আসামীরা হলো দড়িকান্দী গ্রামের মোহাম্মদ আলী ওরফে পাপন শাহ এর ছেলে শাহ আলম(২৮), মেন্ডাতলা কোতয়ালীরচর গ্রামের রোবেল(৩০), দড়িকান্দী গ্রামের হানিফ মিয়ার ছেলে কাউসার(২৮) ও দড়িকান্দী গ্রামের ইব্রাহিম এর ছেলে মাহবুর।
মোশারফ এর বড় ভাই মোবারক কে মারধর করার সময় পুলিশ কাউসারকে আটক করতে পারলেও বাকী আসামীরা পলাতক রয়েছে।
সমাবেশ ও মানববন্ধনে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মুফতি কাউসার আহম্মেদ ভূইয়া, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি শওকত আলী, সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল করিম, সমাজ সেবক সামসুল হক, সাইফুল, হাজী ছাদিকুর রহমান টুকু, মো: শাহিন আলম, এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ, নিহতের পরিবারের লোকজন সহ হাজারো মানুষ।বক্তব্যে সকলের দাবী ছিল মোশারফ হত্যাকান্ডের সাথে জড়িত শাহ আলম, রুবেল, কাউসার ও মাহাবুব কে আইনের আওতায় এনে সুষ্ঠ তদন্তের মাধ্যমে ফাঁসিতে ঝুলানো হউক।
এলাকার নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক লোকজন হত্যাকারীদের ফাঁসি দাবি করে বিক্ষোভ করে।