হলধর দাস : ভ্যাট বাড়ানোর উদ্যোগ প্রত্যাহারের দাবিতে নরসিংদীতে মানববন্ধন করেছে নরসিংদীর হোটেল-রেস্তোরাঁর মালিকরা। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে নরসিংদী প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনকালে বক্তারা বলেন, রেস্তোরাঁ ব্যবসার ওপর ভ্যাট ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হচ্ছে। এছাড়াও, সম্পূরক শুল্ক (এসডি) নামে আরও একটি ১০ শতাংশ কর আগে থেকেই আছে। অর্থাৎ ভ্যাট ১৫ শতাংশ ও সম্পূরক শুল্ক (এসডি) ১০ শতাংশ যোগ করা হলে ভোক্তাদের মোট ২৫ শতাংশ কর দিতে হবে। সাধারণ মানুষের পক্ষে এটা দেওয়া সম্ভব নয়। এ বিষয়টি অবাস্তব। পৃথিবীর কোথাও খাবারে এত ভ্যাট নেই। গত দুই বছরের বেশি সময় ধরে দেশে যেখানে উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে, সেখানে ভোক্তার কাছ থেকে কোনোভাবেই ২৫ শতাংশ ভ্যাট আদায় করা সম্ভব নয়। চাইলেই খাবারের দাম বাড়ানো যায় না। ভ্যাট হার আগের মতো ৫ শতাংশে নামিয়ে আনা না হলে অনির্দিষ্টকালের জন্য হোটেল-রেস্তোরাঁ বন্ধ করে দেওয়া হবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন হোটেল মালিক ইকবাল হাসান, মোস্তফা কামাল, মলয় কুমার বর্মন, গৌতম পোদ্দার, মোঃ কামরুজ্জামান, নাসির আহমেদ রিগান প্রমুখ।