• নরসিংদী
  • শনিবার, ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ; ২২ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শনিবার, ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ;   ২২ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

 ক্ষুদ্র বিনিয়োগকারীদের সহায়তা করবে সরকার; বস্ত্র ও পাট উপদেষ্টা


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: শনিবার, ০৫ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০:৪২ পিএম
 ক্ষুদ্র বিনিয়োগকারীদের সহায়তা করবে সরকার; বস্ত্র ও পাট উপদেষ্টা

স্টাফ রিপোর্টার: নরসিংদীতে তাঁত বোর্ডের শিক্ষার্থী ও তাঁতীদের সাথে এক মতবিনিময় সভা করেছেন  বস্ত্র ও পাট উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ( অব) ড.এম সাখাওয়াত হোসেন। এসময় তিনি শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যর কথা শুনেন। শনিবার (৫ অক্টোবর) বিকেলে নরসিংদী তাঁত বোর্ড মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয।

এর আগে তিনি নরসিংদী ইউ,এম,সি জুট মিল ও মাধবদীতে বস্ত্র প্রক্রিয়াকরণ কেন্দ্র পরিদর্শন পরিদর্শন করেন।

মাধবদীতে বস্ত্র প্রক্রিয়াকরণ কেন্দ্র পরিদর্শন কালে বস্ত্র ও পাট উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম শাখাওয়াত হোসেন বলেছেন, তাঁত শিল্পের ক্ষুদ্র ক্ষুদ্র বিনিয়োগকারীদের সহায়তা করবে সরকার। এই খ্যাতের প্রশিক্ষণ ইন্সটিটিউটসহ যে সকল সমস্যা রয়েছে সেসব বিষয়ে আলোচনা করে সমাধানে কাজ করা হবে। সরকারি প্রতিষ্ঠানগুলো লোকাসান নয়, অন্তত আত্মনির্ভরশীল হয়ে চলতে পারে এমন পরিকল্পনা রয়েছে বর্তমান সরকারের। নরসিংদীর মত শিল্প এলাকায় বিদ্যুৎ ঘাটতি নিরসনে সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের সাথে আলোচনারও কথা জানান তিনি।

এ সময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে সচিব আব্দুর রউফ, বিজেএমসির চেয়ারম্যান ফারুক আহম্মেদ, নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী, পুলিশ সুপার আব্দুল হান্নানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

অর্থনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ