• নরসিংদী
  • রবিবার, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ; ২২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  রবিবার, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ;   ২২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

বেলাবতে দুটি মাজার নিয়ে প্রকাশিত সংবাদের ব্যাখ্যা


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: শনিবার, ১৪ জানুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৯:৫২ পিএম
বেলাবতে দুটি মাজার নিয়ে প্রকাশিত সংবাদের ব্যাখ্যা
চাঁন মিয়া শাহ (রহ:) ফুলবাগান দরবার শরীফ

জাগো নরসিংদী ২৪. কমসহ বিভিন্ন অনলাইন গণমাধ্যমে নরসিংদীর বেলাবতে ”কলাগাছ দিয়ে গড়ে তোলা মাজারে ৩৫ বছর ধরে চলছে ওরশ শরীফ” এবং দৈনিক সমকালে “মাজারের ওরসে অসামাজিক কার্যকলাপ, ক্ষোভ এলাকায়” সহ বিভিন্ন শিরোনামে প্রকাশিত সংবাদের ব্যাখ্যা দিয়েছেন (চাঁন মিয়া শাহ (রহ:)-কলসী ওয়ালা) ফুলবাগান দরবার শরীফ পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক ইউপি মেম্বার মো: জয়নাল আবেদীন।

বেলাব উপজেলার বারৈচা গ্রামের ওই দরবার শরীফ নিয়ে প্রকাশিত সংবাদের ব্যাখ্যায় মো: জয়নাল আবেদীন জানান, ১৯৮৭ সালের ১০ জানুয়ারি বারৈচা গ্রামের চাঁন মিয়া শাহ (রহ:)-কলসী ওয়ালা মারা যান। তিনি যে বাড়িতে (নতুন বাড়ি হিসেবে পরিচিত) বসবাস করতেন সেখানেই তিনি মারা যান।

আমৃত্যু তিনি ওই বাড়িতে ভক্তদের নিয়ে মাহফিল করতেন। তাঁর মৃত্যুর পর মাহফিলের স্থানে গোসল ও কবর খোড়া হলেও পারিবারিক ও সামাজিক সিদ্ধান্তে পরে একই গ্রামে তাঁর পুরাতন বাড়িতে তাকে দাফন করা হয়। নতুন বাড়ির প্রথম খোড়া করা কবরস্থান ও গোসল করানোর স্থানকে তৎকালীন এলাকার বিশিষ্ট একজন ইসলামী চিন্তাবিদের সিদ্ধান্তে দরবার শরীফ ঘোষণা হয়। যার নাম হয় “ফুলবাগান দরবার শরীফ”।   
 
এরপর দুই পৃথক স্থান মাজার শরীফ ও ফুলবাগান দরবার শরীফে প্রতি বছর একই তারিখে ওরশ করে আসছেন চাঁন মিয়া শাহ (রহ:)-কলসী ওয়ালার ভক্তবৃন্দরা। সংবাদগুলোতে নতুন বাড়ির ফুলবাগান দরবার শরীফকেও মাজার উল্লেখ করা হয়েছে। যা আসলে মাজার নয়, দরবার শরীফ। নিয়ম অনুযায়ী দরবার শরীফেও ওরশ মাহফিল করা যায়।  

এছাড়া এখানে ওরশে অসামাজিক কার্যকলাপের অভিযোগ করা হয়েছে। যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। একটি কুচক্রী মহল দ্বারা ফুলবাগান দরবার শরীফের বিরুদ্ধে জেলা প্রশাসনে করা লিখিত অভিযোগে উল্লেখিত তথ্য ভুল, উদ্দেশ্য প্রণোদিত ও মিথ্যা। ৩৫ বছর ধরে অত্যন্ত সুন্দর পরিবেশে এখানে ওরশ মাহফিল অনুষ্ঠিত হয়ে আসছে। যা এলাকাবাসীসহ স্থানীয় প্রশাসন অবগত' রয়েছেন বলে জানিয়েছেন তিনি।       


 

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ