• নরসিংদী
  • রবিবার, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ; ২২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  রবিবার, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ;   ২২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদীতে শেখ কামাল এ্যাথলেটিকস প্রতিযোগিতা শুরু 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বুধবার, ০১ ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ, ০২:২৯ পিএম
নরসিংদীতে শেখ কামাল এ্যাথলেটিকস প্রতিযোগিতা শুরু 
উদ্বোধনী অনুষ্ঠান। ছবি : জাগো নরসিংদী

হলধর দাস: নরসিংদীতে ৩ দিনব্যাপী শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস্ প্রতিযোগিতা আজ বুধবার সকালে শুরু হয়েছে।

সকালে নরসিংদী মুসলেহ্ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে বেলুন ও পতাকা উড়িয়ে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আবু নইম মোহাম্মদ মারুফ খান।

নরসিংদী জেলা প্রশাসন ও বাংলাদেশ এ্যাথলেটিকস্ ফেডারেশনের উদ্যোগে এ এ্যাথলেটিকস প্রতিযোগিতার আয়োজন করা হয়।

প্রতিযোগিতায় মোট ৩২টি ইভেন্টে জেলার ৬টি উপজেলার  বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার ৩৮২জন প্রতিযোগী অংশগ্রহণ করে।

জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহীনুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)মোঃ মোস্তফা মনোয়ার'র সঞ্চালনায় উদ্বোধনী  অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম,নরসিংদী জেলা শিক্ষা কর্মকর্তা গৌতম চন্দ্র মিত্র, নরসিংদী পৌরসভার মেয়র আমজাদ হোসেন বাচ্চু, জেলা আওয়ামীলীগের সভাপতি জিএম তালেব হোসেন,বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালিব পাঠান, সদর উপজেলা নির্বাহী অফিসার মো: মেহেদী মোর্শেদ, পলাশ উপজেলা নির্বাহী অফিসার  মো: রবিউল আলম,রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার মো: আজগর হোসেন,শিবপুর উপজেলা নির্বাহী অফিসার জিনিয়া জিন্নাত, বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা জান্নাত তাহেরা ও মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল করিম।

এছাড়া প্রত্যেক উপজেলার উপজেলা শিক্ষা অফিসারগণ উপস্থিত ছিলেন ।

জাগো নরসিংদী/হধস
  

খেলা বিভাগের জনপ্রিয় সংবাদ