• নরসিংদী
  • শুক্রবার, ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ; ০৪ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শুক্রবার, ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ;   ০৪ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদীর আলোকবালীতে মিনিবার ফাইনাল ফুটবল ম্যাচ অনুষ্ঠিত 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৯:৫০ পিএম
নরসিংদীর আলোকবালীতে মিনিবার ফাইনাল ফুটবল ম্যাচ অনুষ্ঠিত 

আবুল কাশেম: "মাদক ছেড়ে ফুটবল ধরি,
সুখি সুন্দর জীবন গড়ি" এই প্রতিপাদ্য থেকে সামনে রেখে আলোকবালী স্বপ্ন সিঁড়ি ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয় মিনিবার ফুটবল ফাইনাল ম্যাচ।

দীর্ঘ ১২ টি দল নিয়ে লীগটি যাত্রা শুরু করে আজ শুক্রবার (২২ ডিসেম্বর) আলোকবালী এ এম সি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয় বাখর নগর একাদশ বনাম মুরাধ নগর একাদশের মধ্যে ফাইনাল ম্যাচ।উক্ত ফাইনাল ম্যাচে বাখর নগর একাদশ এক শুন্য গোলে মুরাধ নগর একাদশ কে হারিয়ে স্মাট এল এ ডি টিভি পুরস্কার জিতে নেয়।

উক্ত খেলায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল কাইয়ুম চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন আলোকবালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আসাদ উল্লাহ। আমন্ত্রিত অতিথি ছিলেন ,মানিক চৌধুরী, শাহিন সরকার, আরিফ চৌধুরী, ছিদ্দিকুর রহমান মেম্বার,হযরত আলী মেম্বার,আমান মেম্বার, হান্নান মেম্বার, মান্নান মেম্বার,এ এস আই মসিউর রহমান, আব্দুল লতিফ,বাদল সরকার, আরিফুল ইসলাম সোহেল, কাউসার মাষ্টার, আব্দুল জলিল স্যার,সাকিবুল হক প্রমুখ।সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন স্পেন প্রবাসি তামিম আবু বকর ও সৌদি প্রবাসী আবু জয়নব সাদ্দাম।

পরে অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।

খেলা বিভাগের জনপ্রিয় সংবাদ