• নরসিংদী
  • শনিবার, ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ; ২২ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শনিবার, ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ;   ২২ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদীতে বিদেশ প্রত্যাগত কর্মীদের আর্থিক সহায়তা শীর্ষক মতবিনিময় সভা


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৬:০৯ পিএম
নরসিংদীতে বিদেশ প্রত্যাগত কর্মীদের আর্থিক সহায়তা শীর্ষক মতবিনিময় সভা

মো. রাসেল মিয়া : বিদেশ প্রত্যাগত অভিবাসী কর্মীদের আর্থিক সহায়তা প্রাপ্তির লক্ষ্যে রেইজ প্রকল্পের ভূমিকা শীর্ষক নরসিংদীতে ক্ষুদ্র ঋণ প্রদানকারী এনজিও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার(৩১ ডিসেম্বর)  নরসিংদী  জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) আবু তাহের মোঃ সামসুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসক ও বিজ্ঞা জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বৈদেশিক বানিজ্যের সিংহভাগ প্রবাসীদের ঘামে শ্রমে চলে। রেমিটেন্সের উপর অনেকখানি নির্ভর করতে হয় দেশের অর্থনীতিকে। তিনি বলেন, বিদেশগামী ও বিদেশ ফেরতদের প্রশিক্ষণ প্রদানে সরকারী বিভিন্ন সংস্থা কাজ করছে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণের আন্তরিকতায় অনেকেই এসব সুবিধা পাচ্ছে।

নরসিংদী  জেলা প্রশাসন ও ওয়েলফেয়ার সেন্টার আয়োজিত মতবিনিময় সভায় নরসিংদী ওয়েলফেয়ার সেন্টারে সহকারী পরিচালক মোঃ আমিনুল হকের সঞ্চালনায়  এসময় আরো বক্তব্য রাখেন  অতিরিক্ত পুলিশ সুপার কলিম উল্লাহ,ওয়েলফেয়ার সেন্টারের কর্মকর্তা বিপ্লব খন্দকার, পাপড়ি নির্বাহী পরিচালক আবু বাছেদ, অগ্রগতি সেবা সংস্থার নির্বাহী পরিচালক জামাল আহামেদ, ব্র্যাকের জেলা সমন্বয়ক মিজানুর রহমান  প্রমুখ।

অর্থনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ