শেখমানিক: ‘দক্ষতা নিজের সম্পদ, দক্ষ জনশক্তি দেশের সম্পদ’ স্লোগানে নরসিংদীর শিবপুরে চাকরির মেলার আয়োজন করা হয়। বুধবার (৩১ আগস্ট) উপজেলার শাষপুরে অবস্থিত নরসিংদী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) এই মেলার আয়োজন করে। প্রতিষ্ঠান চত্তরে সকাল ৯টা থেকে দিনব্যাপী এই মেলা অনুষ্ঠিত হয়।
মেলায় দেশের শীর্ষস্থানীয় ১০টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। মেলায় জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা পাঁচ শতাধিক বেকার তরুণ-তরুণীর কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়। চাকরির মেলার সার্বিক সহযোগিতায় ছিলেন অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ)।
মেলা উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় টিটিসির অধ্যক্ষ প্রকৌশলী নাবিলা নুঝাতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জিনিয়া জিন্নাত, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হারুনুর রশিদ খান, জেলা জনশক্তি ও কর্মসংস্থান অফিসের সহকারী পরিচালক মো: এনামুল হক , নরসিংদী চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক নূরে আলম সিদ্দিকী প্রমুখ।