আবুল কাশেম: স্পেনের রাজধানী মাদ্রিদে বাংলাদেশ স্পোর্টস এসোসিয়েশন ইন স্পেন'র ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ মে) স্থানীয় একটি আভিজাত রেস্টুরেন্টে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে তামিম আবু বক্কর সভাপতি, জাহাঙ্গীর আলম সাধারণ সম্পাদক এবং মিন্টু মিয়াকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন নরসিংদী ওয়েলফেয়ার ইন স্পেনের সভাপতি আল আমিন মিয়া ,খলিল খান, সাঈদ আনোয়ার, জাহার ইসলাম রোহানসহ স্পেনের বিভিন্ন ক্রীড়া সংস্থার দায়িত্বশীল নেতৃবৃন্দ এবং স্পেনে বসবাসরত শতাধিক বাংলাদেশি।
নবনির্বাচিত সভাপতি তামিম আবু বক্কর নরসিংদীর আলোকবালীর এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান। ক্রীড়াঙ্গনে তার ব্যাপক খ্যাতি রয়েছে। পাশাপাশি তিনি একজন স্বেচ্ছাসেবীও।
নরসিংদীর পরিচিত মানবিক প্ল্যাটফর্ম মেহমানখানার তিনি অন্যতম একজন পরিচালক। তামিম বাংলাদেশ স্পোর্টস এসোসিয়েশন ইন স্পেন'র সভাপতি নির্বাচিত হওয়ার খবরে তার নিজ ইউনিয়নে প্রতিষ্ঠিত আলোকবালী ইউনিয়ন সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে মিষ্টি বিতরণ করা হয়।
এর আগে সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে তার দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
জাগোনরসিংদী/প্রতিনিধি