শেখ মানিক: নরসিংদীর শিবপুরে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা, আওয়ামীলীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৩ তম ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে বুধবার(১৭ মে) বিকেলে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
১৯৭৫ সালের ১৫ আগস্ট থেকে ৬ বছর নির্বাসন শেষে ১৯৮১ সালের ১৭ মে শেখ হাসিনা বাংলার মাটিতে ফিরে আসেন। ১৯৮১ সালের ১৬-১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত দলের কাউন্সিলে শেখ হাসিনাকে তাঁর অনুপস্থিতিতে সর্বসম্মতিক্রমে আওয়ামীলীগের সভাপতি নির্বাচিত করা হয়েছিল।
১৯৮১ সালের ১৭ মে দেশে ফিরে ১৮ মে শেখ হাসিনা যান ৩২ নং বাড়িতে । তবে তাকে ঢুকতে দেওয়া হয়নি। সেখানে তিনি জায়নামাজ বিছিয়ে নামাজ আদায় করেন এবং মিলাদ মাহফিল করেন।
ঐতিহাসিক স্বদেস প্রত্যাবর্তন দিবস পালন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহসিন নাজির এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সামসুল আলম ভূঁইয়া রাখিলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি জি এম তালেব হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও শিবপুর আসনের সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা।
এসময় অন্যান্যের বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আজিজুর রহমান খান ভুলু মাস্টার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ফজলুর রহমান,শ্রম বিষয়ক সম্পাদক শহিদুল আলম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান আসাদ,সাংগঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তী, সাবেক সহ-সভাপতি নাছিম আহমেদ হিরণ, পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ খোকন ভূঁইয়া,সাধারণ সম্পাদক ফারুক খান,উপজেলা কৃষকলীগের সভাপতি মোহাম্মদ আলী মিন্টু মৃধা,মহিলা আওয়ামী লীগের সভাপতি ফেরদৌসী ইসলাম, আওয়ামী যুবলীগের সভাপতি মাহবুব আলম মোল্লা তাজুল,উপজেলা ছাত্রলীগের সভাপতি সোহেল রানা প্রমুখ।
জাগোনরসিংদী/প্রতিনিধি