• নরসিংদী
  • সোমবার, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ; ২৩ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  সোমবার, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ;   ২৩ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদীতে বৈষম্যবিরোধীদের 'ব্লকেট ফর মেঘালয়’ কর্মসূচি


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বুধবার, ২০ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৯:২১ পিএম
নরসিংদীতে বৈষম্যবিরোধীদের 'ব্লকেট ফর মেঘালয়’ কর্মসূচি

স্টাফ রিপোর্টার: নরসিংদীতে বাড়তি বাসভাড়ার নেওয়ার প্রতিবাদ ও মানহীন সেবার অভিযোগ এনে বৈষম্যবিরোধীদের  ”ব্লকেট ফর মেঘালয়’ কর্মসূচির অংশ হিসেবে বাস টার্মিনাল অবরোধ করেছে।এসময় ঢাকার গুলিস্তান গামী একমাত্র পরিবহন "মেঘালয় লাক্সারি" বয়কটের ডাক দিয়ে বাস টার্মিনাল ব্লক করে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা।

 বুধবার (২০ নভেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ২ টা পর্যন্ত প্রায় অর্ধশত শিক্ষার্থী আন্ত:জেলা বাস টার্মিনাল ব্লক করে রাখে।

এসময়, টার্মিনাল থেকে কোনো বাস ঢাকা উদ্দেশ্যে ছেড়ে যায়নি এবং ঢাকা থেকে আগত কোনো বাসকে টার্মিনালে ঢুকতে দেখা যায়নি। এর আগে,  মঙ্গলবার (২০ নভেম্বর) থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে মেঘালয় লাক্সারি বয়কটের ডাক দেয় শিক্ষার্থীরা। বাস চলাচল বন্ধ থাকায় অনেক যাত্রীকে ফিরে যেতে হয়েছে।

বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুসারে, ১ কিলোমিটারে যাত্রীপ্রতি ভাড়া ২ টাকা ১২ পয়সা। সেই হিসেবে, নরসিংদী থেকে ঢাকার দুরত্ব ৫২ কিলোমিটার। নিয়ম অনুযায়ী নরসিংদী থেকে ঢাকার নির্ধারিত ভাড়া যাত্রীপ্রতি প্রায় ১১০ টাকার বিপরিতে এই পরিবহনটি ভাড়া নিচ্ছে ১৫০ টাকা। টার্মিনালে বিকল্প কোনো পরিবহন না থাকায় দৈনিক অন্তত ৫ হাজার মানুষের ভোগান্তি দাবী করে এই সিন্ডিকেট না ভাঙলে সড়কে বাড়তি ভাড়া নিয়ে বাস চলতে দেওয়া হবেনা বলে হুশিয়ারি দেয় শিক্ষার্থী ও যাত্রীরা।

সাঈদ সনো নামে এক শিক্ষার্থী বলেন, যাত্রী প্রতি তারা সিন্ডিকেট করে প্রায় ৪০ টাকার কাছাকাছি বাড়তি ভাড়া নিচ্ছে৷ সাধারণ শিক্ষার্থীরা এটা কোনভাবেই মেনে নিবে না । মালিকপক্ষ আমাদের সাথে আলোচনা করতে সম্মত হয়েছেন । ভাড়া কমানো না হলে অর্থাৎ আলোচনায় কোন সমাধান না আসলে আমরা আরও কঠোর হবো।

নাজমুল ইসলাম নামে আরেক শিক্ষার্থী বলেন, একদিকে বাড়তি ভাড়া নিচ্ছে, অপরদিকে কাউন্টার ছাড়াও যাত্রী তোলা হচ্ছে। সাধারণ যাত্রীদের ভোগান্তি নিয়মিত। নিত্য দিনের এই ভোগান্তি থেকে যাত্রীরা পরিত্রাণ চায়। ভাড়া কমানোর পাশাপাশি যাত্রী সেবার মান উন্নত না করলে সড়কে এই পরিবহনকে চলতে দেয়া হবেনা। এই পরিবহনের পাশাপাশি অন্য কোন পরিবহনও যদি একই কাজ করে তাহলে তাদের বিরুদ্ধেও আওয়াজ তুলবে শিক্ষার্থীরা ।

এদিকে কাউন্টারে দেখা যায়নি উল্লেখযোগ্য বাস মালিক কিংবা কার্যকরী কমিটির কাউকে। জেলা বাস মালিক সমিতির সভাপতি জাহাঙ্গীর হোসেনকে মুঠোফোনে কল দিলেও তার ফোনটি বন্ধ পাওয়া যায়।
 

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ