স্টাফ রিপোর্ট: পারিবারিক কলকে কেন্দ্র করে দুলু সরকারকে (৫৫) ধারালো অস্ত্র দিয়ে মারাত্মকভাবে আহত করে বিদেশে পালিয়ে যাওয়ার সময় ঢাকা বিমানবন্দর পুলিশের হাতে ধরা খেলেন আল আমিন খান (২৮)। পরে তাকে শিবপুর মডেল থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়। সে মালয়েশিয়া প্রবাসী ছিল। তার বাড়ি শিবপুর উপজেলার আশুতিয়া গ্রামে, বাবার নাম মৃত : নিবুশ্যা খান।
জানা যায়, পাশের বাড়ির মৃত মাইনুদ্দিনের ছেলে দুলু সরকারের সাথে আল আমিন খানের পারিবারিক কলহ চলছিল। এই খবর পেয়েছে সে গোপনে গত বৃহস্পতিবারে চলে আসেন বাংলাদেশে। এসে আত্মগোপন করে থাকেন। শুক্রবার সন্ধ্যার পর দুলু সরকার বাড়ি ফিরছিল-এ সময় পাশের বাড়ির জঙ্গল থেকে একজন এসে দুলু সরকারকে পায়ে ধারালো অস্ত্র দিয়ে পোঁচ মারে। এতে তার হাঁটুর নিচ থেকে গোড়ালি পর্যন্ত কেটে যায় এবং মারাত্মক আহত হয়। এ সময় দুলু সরকার আলামিন খানকে চিনতে পারে। চিকিৎসার জন্য প্রথমে শিবপুর-নরসিংদীর হাসপাতাল ঘুরে অবশেষে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে দুলু সরকারকে। অপারেশনের পর ঠিক না হলে হাঁটুর নিচ থেকে পা কেটে ফেলতে হবে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
এই ঘটনায় দুলু সরকারের ছোট ভাই বুলু সরকার বাদী হয়ে শিবপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। শিবপুর মডেল থানার পক্ষ থেকে এই ঘটনা জানানো হয় ঢাকার বিমানবন্দর থানা পুলিশকে।
আলামিন খান শনিবার গোপনে মালয়েশিয়ায় চলে যাওয়ার প্রাক্কালে বিমানবন্দ থানা পুলিশ তাকে আটক করে ফেলে এবং শিবপুর মডেল থানায় হস্তান্তর করেন।