নিজস্ব প্রতিনিধি: নরসিংদীর শিবপুর সাহিত্য পরিষদের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে শনিবার বিকেলে ধানুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভা ও কবিতা আবৃত্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শিবপুর সাহিত্য পরিষদের সভাপতি, লেখক কবি ও সাবেক উপজেলা শিক্ষা কর্মকর্তা নূরুদ্দীন দরজী।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক, গবেষক এবং নরসিংদী প্রেসিডেন্সি কলেজের প্রতিষ্ঠাতা ড. মো. মোয়াজ্জেম হোসেন।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক, লেখক ও সাংবাদিক নূরুল ইসলাম নূরচানসহ সকল সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে স্বরচিত কবিতা আবৃত্তি করেন কবি হাবিবুর রহমান, নাসিমা আক্তার, রবিউল হাসান, আরিফুল্লাহ ভূঞা, আলমগীর হোসেন, এসএম শামীম ও রুমী খান। ছড়াকার নূরুল ইসলাম ভূঁইয়া কয়েকটি ছড়া/ কবিতা আবৃত্তি করে সকলকে মুগ্ধ করেন। এছাড়া অনুষ্ঠানের সভাপতি নূরুদ্দীন দরজী এবং প্রধান অতিথি ড.মো. মোয়াজ্জেম হোসেন কবিতা আবৃত্তি করেন।
পরে ধানুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপ্লব চন্দ্র দাস দেশাত্মবোধক গান পরিবেশন করেন।