• নরসিংদী
  • শনিবার, ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ; ২২ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শনিবার, ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ;   ২২ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদীতে শিক্ষক নেতা হিমাংশু চক্রবর্ত্তী স্মরণে সভা অনুষ্ঠিত 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বুধবার, ০২ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৬:৫০ পিএম
নরসিংদীতে শিক্ষক নেতা হিমাংশু চক্রবর্ত্তী স্মরণে সভা অনুষ্ঠিত 

স্টাফ রিপোর্টার।। প্রয়াত শিক্ষক নেতা ঘোড়াদিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক হিমাংশু  চক্রবর্ত্তী স্মরণে এক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ সেপ্টেম্বর সাটিরপাড়া কালীকুমার ইনস্টিটিউশন স্কুল এন্ড কলেজ মিলনায়তনে জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত শোক সভায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ব বিদ্যালয়ের সিনেট সদস্য মুক্তিযোদ্ধা রঞ্জিত কুমার সাহা। 

আলোচনা সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, শিক্ষক সমিতির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক  রঞ্জিত কুমার দেবনাথ, সাটিরপাড়া কালীকুমার ইনস্টিটিউশন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবু তালেব, নরসিংদী জেলা শিক্ষক সমিতির প্রচার সম্পাদক হলধর দাস, নরসিংদী জেলা শিক্ষক সমিতির মহিলা বিষয়ক  সম্পাদক শাহনাজ  সুলতানা, স্বাগতিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক দেবব্রত সাহা, মাধবদী গার্লস হাই স্কুল এন্ড কলেজের সরকারি প্রধান শিক্ষক মিঠুন সাহা, সোনালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপক জয়ন্ত কুমার দেবনাথ, সাবেক শিক্ষক নেতা চিত্তরঞ্জন সাহা, পুরোহিত কল্যাণ সমিতির নেতা কৃষ্ণকান্ত আচার্য, প্রদীপ কুমার চক্রবর্তী ও আশীষ কুমার চক্রবর্তী, নরসিংদী সদর থানা শিক্ষক সমিতির অন্যতম নেতা সালাউদ্দিন আহমেদ, সদর থানা শিক্ষক সমিতির তথ্য ও গবেষণা সম্পাদক তপন সাহা, সহ-সম্পাদক দিলীপ সাহা, ঘোড়াদিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নাজমুল কবীর, প্রয়াত শিক্ষক নেতার আমেরিকা প্রবাসী কন্যা রিমা চক্রবর্তী, সাটিরপাড়া কালী কুমারের সিনিয়র শিক্ষক  মোঃ জসিম উদ্দিন প্রমূখ। 

উল্লেখ্য,  গত ২১ সেপ্টেম্বর শনিবার সকালে নরসিংদী শহরের পশ্চিম কান্দাপাড়ায় বাসা বাড়িতে মৃত্যু বরণ করেন জনপ্রিয় আদর্শ শিক্ষক ও শিক্ষক নেতা হিমাংশু  চক্রবর্ত্তী। 
 

উৎসব / দিবস বিভাগের জনপ্রিয় সংবাদ