• নরসিংদী
  • শনিবার, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ; ২১ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শনিবার, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ;   ২১ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

বেতিয়ারা দিবসে শহীদ ৯ মুক্তিযোদ্ধা স্মরণে আলোচনা সভা 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: সোমবার, ১১ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৬:৫৫ পিএম
বেতিয়ারা দিবসে শহীদ ৯ মুক্তিযোদ্ধা স্মরণে আলোচনা সভা 

নরসিংদী প্রতিনিধি: ১৯৭১ সালের ১১ নভেম্বর মহান মুক্তিযুদ্ধে বিশেষ গেরিলা বাহিনীর ৯ জন মুক্তিযোদ্ধা কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বেতিয়ারাতে পাকিস্তানী হানাদার বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে শহীদ হন। তাদের স্মরণে ন্যাপ কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়ন বিশেষ গেরিলা বাহিনী নরসিংদী জেলা শাখার উদ্যোগে গতকাল সোমবার নরসিংদী স্টেশন রোডস্থ কার্যালয়ে এক স্মরণ সভার আয়োজন করা হয়। নরসিংদী জেলা গেরিলা বাহিনীর আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কমিটির সদস্য সচিব শিক্ষক নেতা বীর মুক্তিযোদ্ধা রঞ্জিত কুমার সাহা, সাবেক  কমান্ডার  বীর মুক্তিযোদ্ধা মোঃ আরমান, বীর মুক্তিযোদ্ধা শহীদুল্লাহ খন্দকার, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন শান্তি, নরসিংদী জেলা সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি সাংবাদিক নিবারণ রায়, জেলা সুজন সম্পাদক সাংবাদিক হলধর দাস, অধ্যক্ষ আমজাদ হোসেন, সমাজ সেবক সামসুল হুদা আনসারী, বাসদের জেলা আহবায়ক এড. মোবারক হোসেন, ঐক্য ন্যাপ নেতা কালিপদ দাস, শিক্ষক নেতা ওয়াহিদুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা মাজহারুল হক ভূঞা, বীর মুক্তিযোদ্ধা সুপদ সাহা, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন পাঠান প্রমুখ। 

শহীদদের মধ্যে নরসিংদীর রায়পুরা উপজেলার শ্রমিক শহীদ মোঃ দুদু মিয়া, শিক্ষক শহীদ বশিরুল ইসলাম বিএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান (সম্মান) এর দ্বিতীয় বর্ষের ছাত্র শহীদ নিজাম উদ্দিন আজাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা এম.এ শেষ বর্ষের ছাত্র শহীদ সিরাজুম মুনিব, কৃষক পরিবারের সন্তান শহীদ আবদুল কাদের, দশম শ্রেণীর ছাত্র শহীদ শহীদুল্লাহ সাউদ, জগন্নাথ কলেজের এমএসসির ছাত্র শহীদ আওলাদ হোসেন খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শহীদ আবদুল কাইয়ুম এমএ এবং এসএসসি পরীক্ষার্থী শহীদ মোঃ শফিউল্লাহ ছিলেন। পরে তাঁদের সেখানেই গণকবর দেয়া হয়। দেশ স্বাধীনের পর শহীদদেরকে স্থানীয় জনগণের সহযোগিতা পুনরায় সমাহিত করা হয়।

পরে এলাকাবাসীর সহযোগিতায় এখানে শহীদ মিনার ও স্মৃতিস্তম্ভ স্থাপন করা হয়। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে এখন এ স্মৃতিস্তম্ভটি সকলের দৃষ্টি আকর্ষণ করে। সভায় বক্তাগণ বেতিয়ারা দিবসকে রাষ্ট্রীয়ভাবে পালনের জন্য সরকারের প্রতি আহবান জানান। 
 

উৎসব / দিবস বিভাগের জনপ্রিয় সংবাদ