আবুল কাশেম: নরসিংদী সদর উপজেলার আলোকবালিতে সরকার পাড়া স্পোর্টিং ক্লাবের আয়োজনে আমান উল্লাহ মেম্বারের উদ্যোগে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(১৭ই অক্টোবর) বিকেলে আলোকবালী আব্দুল মান্নান চৌধুরী হাইস্কুল মাঠে এই প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
উক্ত খেলায় বাতেন একাদশ ও দুলাল একাদশ অংশ নেয়। প্রতিদ্বন্ধিতামূলক প্রীতি ম্যাচের উদ্বোধন করেন আলোকবালী ইউনিয়ন পরিষদের সচিব খালেদ মাহমুদ ও ইঞ্জিনিয়ার শরীফ আহমেদ।
আলোকবালি আব্দুল মান্নান চৌধুরি হাইস্কুলের প্রধান শিক্ষক জয়নাল আবেদীন এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি, আলোকবালী ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন সরকার দিপু
প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত আলী মেম্বার, মোস্তফা মিয়া মেম্বার, কামাল উদ্দিন জামাল মেম্বার,ছিদ্দিক মেম্বার, রশিদ মেম্বার,শাহিন সরকার লিলি মেম্বার, পারুল মেম্বার,আমান উল্লাহ মেম্বার ,বশির আহমেদ, মনিরুজ্জামান প্রমুখ।
টান টান উত্তেজনাপুর্ন্ খেলায় বাতেন একাদশ দুলাল একদশ কে ৩-০ গোলে পরাজিত করে জয়লাভ করে। খেলাটি পরিচালনা করেন আব্দুল জলিল মাষ্টার, জাকির মাস্টার ,পুরো খেলাটি ধারা বর্ণনায় ছিলেন সাকিবুল হক।খেলা শেষে অতিথিদ্বয় বিজয়ী দলের খেলোয়ারদের হাতে পুরস্কার তুলে দেন।