• নরসিংদী
  • শনিবার, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ; ২১ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শনিবার, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ;   ২১ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদীতে বাড়িঘরে হামলা, ভাঙচুরসহ লুটপাটের অভিযোগ


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: শুক্রবার, ১৬ আগষ্ট, ২০২৪ খ্রিস্টাব্দ, ০২:১২ এএম
নরসিংদীতে বাড়িঘরে হামলা, ভাঙচুরসহ লুটপাটের অভিযোগ

স্টাফ রিপোর্টার: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ত্যাগের পরপর দেশের বিভিন্ন স্থানে লোকজনের বাড়ি করে হামলা লুটপাটে ঘটনা ঘটেছে। নরসিংদীতেও এর ব্যতিক্রম ঘটেনি। নরসিংদীর ঘোড়াদিয়ার সংগীতা এলাকায় শাহজাহান মিয়া নামে এক ব্যক্তির বাড়ি-ঘর ও দোকানপাটে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাটের ঘটনা ঘটিয়েছে এক দল দুস্কৃতিকারী। গত সোমবার (৫ আগস্ট) বাদ মাগরিব এ হামলার ঘটনা ঘটে।

এব্যাপারে রবিবার (১১ আগস্ট) শাহজাহান মিয়ার ছেলে সোহেল মিয়া নরসিংদীর সেনা ক্যাম্পে ৫ জনের নাম উল্লেখপূর্বক একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগ জানা যায়, গত ৫ আগস্ট সোমবার সন্ধ্যায নরসিংদী শহরতলীর ঘোড়াদিয়ার সংগীতা এলাকার চিহ্নিত দুস্কৃতিকারী সুন্দর আলীর ছেলে মোরাদ হোসাইন, কাদির কসাইয়ের ছেলে সাদ্দাম হাছান সুমন, হাছান কসাইয়ের ছেলে বাদশা মিয়া, জব্বার মিয়ার ছেলে বাবুল মিয়া ও আবু তাহের কসাইয়ের ছেলে আজিজুল তাদের ২০-২৫ জন সাঙ্গ-পাঙ্গসহ দা, ছুরি ও বিভিন্ন দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে ওই এলাকার শাহজাহান বাড়িতে হামলা চালায়।

এ সময় হামলাকারীরা বাড়ি ঘরের বিভিন্ন আসবাবপত্রসহ জিনিসপত্রে ভাঙচুর চালায়। ওই সময় বাড়িতে কোন পুরুষ মানুষ না পেয়ে একমাত্র মহিলা সোহেলের স্ত্রীকে অকথ্য ভাষায় গালমন্দ করতে থাকে হামলাকারীরা। হামলাকারীরা শুধু বাড়িঘরে হামলা চালিয়েই কেবল ক্ষান্ত থাকেনি।

এসময় বাড়ির সামনে তাদেরই দুটি দোকানঘরে ভাঙচুর চালায়। ভাঙচুর শেষে হামলাকারীরা যাওয়ার সময় বাড়িতে রাখা স্বর্ণালংকারসহ বিভিন্ন দামি জিনিসপত্র ও নগদ অর্থ লুটপাট করে নিয়ে যায়। হামলার এদৃশ্য এলাকার অনেকে প্রত্যক্ষ করলেও প্রাণ ভরে কেউ এগিয়ে যায়নি।

অভিযোগে সেনাবাহিনীর হস্তক্ষেপ কামনা করে দুষ্কৃতিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়।

অভিযোগ দেওয়ার পর সেনাসদস্যরা ভাঙ্চুর করা বাড়িঘর পরিদর্শন করেছেন বলে জানায় অভিযোগকারী।

এব্যাপারে নরসিংদী সেনা ক্যাম্পের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা লে. কর্ণেল ফাহিমের যোগাযোগ চেষ্টা করে নাম্বারটি বন্ধ পাওয়া কথা বলা সম্ভব হয়নি।

অর্থনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ